Bangladesh

করোনায় দুজনের মৃত্যু, শনাক্ত ২৫৩ করোনাভাইরাস
Unsplash প্রতীকী ছবি

করোনায় দুজনের মৃত্যু, শনাক্ত ২৫৩

Bangladesh Live News | @banglalivenews | 05 Aug 2022, 11:11 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৫ আগস্ট ২০২২: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে বৃহষ্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের দুজনই পুরুষ। তাদের মধ্যে একজন রাজশাহী এবং অন্যজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩০২ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৫৩ জন। শনাক্তের হার ৫ দশমিক শূন্য ৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ৬ হাজার ৮৯৯ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৃহষ্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে চার হাজার ৯৭০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় পাঁচ হাজার দুইটি নমুনা। মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত মোট এক কোটি ৪৬ লাখ ৩৫ হাজার ৭৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক শূন্য ৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।

এদিকে, একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৯৩৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৬ হাজার ৭৬২ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

সর্বশেষ শিরোনাম

হরিজন সম্প্রদায়ের চাকরি স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবি Sat, Sep 24 2022

উর্দুভাষীদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা হবে না Sat, Sep 24 2022

লাশ ফেলে আন্দোলন জমানোর খেলায় মেতেছে বিএনপি: ওবায়দুল কাদের Sat, Sep 24 2022

করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৩৫০ Sat, Sep 24 2022

এবার ৩২ হাজারেরও বেশি মণ্ডপে দুর্গাপূজা Sat, Sep 24 2022

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ১২৫ রুগি Sat, Sep 24 2022

করোনার টিকাদান অব্যাহত রাখা জরুরি: জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী Sat, Sep 24 2022

জন্মনিবন্ধনের দায়িত্ব কাউন্সিলরদের দিতে চায় ডিএনসিসি Sat, Sep 24 2022

অস্ত্র প্রতিযোগিতা-যুদ্ধ-স্যাংশন বন্ধ করুন : সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী Sat, Sep 24 2022

২০৫০ সালের মধ্যে দেশের ১৭ শতাংশ এলাকা তলিয়ে যাওয়ার আশংকা Sat, Sep 24 2022