Bangladesh

কক্সবাজারে স্বাভাবিক জীবনে ফিরছে শতাধিক জলদস্যু
Amirul Momenin

কক্সবাজারে স্বাভাবিক জীবনে ফিরছে শতাধিক জলদস্যু

Bangladesh Live News | @banglalivenews | 23 Nov 2019, 07:10 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, নভেম্বর ২৩ : কক্সবাজারের মহেশখালিতে দ্বিতীয় দফায় স্বাভাবিক জীবনে ফিরছে আরও শতাধিক জলদস্যু ও অস্ত্রের কারিগর। শনিবার আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবে তারা। জলদস্যুদের কেউ কেউ চ্যানেল টোয়েন্টিফোরকে জানান, ভুল বুঝতে পেরেই তারা ফিরছেন আলোর পথে।

আত্মসমর্পণের জন্য সহযোগী ও অস্ত্রশস্ত্র নিয়ে আত্মগোপন থেকে বেরিয়ে আসে দুধর্ষ আইয়ুব বাহিনীর প্রধান মোহাম্মদ আইয়ুব। মহেশখালির হোয়ানক ইউনিয়নের এই জলদস্যু বাহিনীর সদস্য সংখ্যা ৩০ জনের বেশি। অনেকদিন ধরে মানুষের আতঙ্কের কারণ এই বাহিনীর বেশিরভাগ সদস্যই এখন আত্মসমর্পণের জন্য পুলিশের হেফাজতে।


শুধু আইয়ুব বাহিনীই নয়, এমন আরও সাতটি জলদস্যু বাহিনীর সদস্য ও অস্ত্র তৈরির কারিগররা ফিরে আসছে স্বাভাবিক পথে। সরকার স্বাভাবিক জীবনযাপনে সহায়তা দেবে এমন আশ্বাসে আত্মসমর্পণ করতে যাচ্ছে মহেশখালি-কুতুবদিয়া-পেকুয়া উপকূল কাঁপানো এসব দস্যুরা।


এসব বাহিনী ও অস্ত্রের কারিগরদের নিয়ে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে চ্যানেল টোয়োন্টিফোর। এখন দস্যুরা স্বাভাবিক জীবনে ফিরে আসছে বলে স্বস্তি ফিরছে পুলিশেও। বলছে, তারা যাতে আবারও দস্যুতার পথে ফিরে না যায় সেজন্য নেয়া হবে বিশেষ উদ্যোগ।


কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানান, যারা আত্মসমর্পণ করবে তাদের বেশির ভাগের কাছেই অস্ত্র রয়েছে। তারা অস্ত্রগুলো জমা দিয়ে তারা আত্মসমর্পণ করবে। পরে তাদের আইনগত সহায়তা দিয়ে পুনর্বাসনসহ স্বাভাবিক জীবন কাটাতে সব ধরনের সহায়তা দেবে সরকার।


এর আগে চ্যানেল টোয়েন্টিফোরের মধ্যস্থতায় গত বছরের ২০ অক্টোবর প্রথমদফায় ৯৪টি অস্ত্র ও সাড়ে ৭ হাজার গোলাবারূদসহ আত্মসমর্পণ করে ছয়টি জলদস্যু বাহিনীর ৪৩ জন।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024