Bangladesh

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

Bangladesh Live News | @banglalivenews | 08 Jun 2019, 06:47 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুন ৮ : কক্সবাজার জেলার টেকনাফ ও চকরিয়া উপজেলায় শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ রোহিঙ্গাসহ ৫জন নিহত হয়েছে। এছাড়া দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে । তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টেকনাফে পিকআপ উল্টে ৩ রোহিঙ্গা এবং চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ২জন নিহত হয়েছে বলে পুলিশ জানান।

 

শুক্রবার দুপুর দেড়টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের নোয়াখালী এলাকায় একটি পিকআপ উল্টে ৩জন রোহিঙ্গার মৃত্যু হয়। এ ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছে। নিহতরা হলেন, বালুখালী ক্যাম্পের নুর মোহাম্মদ, মো. ইদ্রিস ও মো. জোবাইর।


টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ঈদ উপলক্ষে রোহিঙ্গারা পিকআপ যোগে ঘুরা-ফেরা করছিল। এসময় পিকআপটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন নিঘু হন।


ওসি জানান, আহতদের টেকনাফ এবং কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


অপরদিকে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মেধাকচ্ছপিয়া ঢালা এলাকায় একটি বাসের সংগে একটি মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ জন নিহত হন।


মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ আলমগীর এ খবর নিশ্চিত করেছেন।


নিহতরা হলেন, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি এলাকার খলিলুর রহমানের স্ত্রী রওশন আরা বেগম (৪৫) এবং ডুলাহাজারা ইউনিয়নের চা-বাগান এলাকার দীপক পালের ছেলে সনাক পাল (২৬)।


এসআই আলমগীর বলেন, কক্সবাজারমুখি ইউনিক পরিবহণের একটি বাসের সঙ্গে চকরিয়াগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রওশন আরা নিহত হয়। আরেকজন হাসপাতালে নেয়ার পথে মারা যান।


এ দুর্ঘটনায় আহত হন ৫ জন।


স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতাল এবং চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024