Bangladesh

ঘূর্ণিঝড় ইয়াসে শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে ৩ কোটি টাকার ক্ষতি ঘূর্ণিঝড় ইয়াস
সংগৃহিত

ঘূর্ণিঝড় ইয়াসে শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে ৩ কোটি টাকার ক্ষতি

Bangladesh Live News | @banglalivenews | 15 Jun 2021, 07:54 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৫ জুন ২০২১: ইয়াসের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাগেরহাট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ গত ২৬ মে ভারতের উপকূলে আঘাত হানে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস ও ভারি বৃষ্টির সঙ্গে ঝড়োহাওয়া বয়ে যায়। এতে দেশের ১৮৭ শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩ কোটি ৫৯ লাখ টাকার ক্ষতি হয়। এছাড়া জলোচ্ছ্বাসে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) কর্মকর্তারা জানিয়েছেন, বরিশাল ও খুলনা বিভাগের ছয়টি জেলার ১২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলাগুলো হলো- ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট। এর মধ্যে  সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাগেরহাটের ৩০টি ও পটুয়াখালীর ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের বেশিরভাগ চরাঞ্চলের। প্রাথমিক হিসাবে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ২ কোটি ৯৭ লাখ ৩২ হাজার টাকার ক্ষতি হয়েছে।

মাউশির পরিচালক (প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির বলেন, ঘূর্ণিঝড়ে যেখানে যে ধরনের ক্ষতি হয়েছে সেসব তথ্য মাঠ থেকে পাওয়া গেছে। আমরা সেগুলো যাচাই-বাছাই করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও অর্থ নিরূপণ করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেয়া হলে তা শিক্ষা প্রকৌশল অধিদফতরের মাধ্যমে সংস্কারকাজ করা হয়।

তিনি বলেন, 'প্রতি বছর বিশেষ দুর্যোগ মোকাবিলার জন্য আমাদের একটি নির্ধারিত তহবিল রয়েছে। সেখানে সংস্কার কাজের জন্য পর্যান্ত অর্থও রয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন দিলে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কারকাজ শুরু করা হয়।'

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) কর্মকর্তারা বলছেন, ঘূর্ণিঝড় ইয়াসের কবলে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে মোট ৬২টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে এসব তথ্য প্রাথমিক শিক্ষা অধিদফতরে পাঠিয়েছেন থানা, উপজেলা ও জেলার মাঠ কর্মকর্তারা।

তারা আরও বলেন, বিবরণ অনুযায়ী প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তার মধ্যে খুলনা বিভাগে বেশি সংখ্যক ৪০টির বেশি সরকারি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকিগুলো চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এগুলোর মধ্যে কোনোটির মেঝে ভেঙে যাওয়া, দেয়ালে ফাটল ধরা, ওয়াশরুম ও টিউবওয়েল নষ্ট হয়ে যাওয়া ও চেয়ার-টেবিল আসবাবপত্র নষ্ট হওয়াসহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024