Bangladesh

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রকাশ
ঢাকা, ৩ জুন ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বলেশ্বরে ট্রেন দুর্ঘটনায় ২৬১ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ শোক প্রকাশ করা হয়।
শুক্রবার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশায় দুটি যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন এবং একটি মালগাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২৬১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৫০ জনের বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কলকাতাগামী বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি বাহাঙ্গাবাজার এলাকায় লাইনচ্যুত হয়ে পড়েছিল। কলকাতার শালিমার থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা পেরিয়ে যাওয়ার সময় লাইনচ্যুত ট্রেনের বগির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। করমন্ডল এক্সপ্রেসের কয়েকটি বগি ঘটনাস্থলে একটি মালবাহী ট্রেনের বগির ওপর আছড়ে পড়ে।
দুর্ঘটনা কবলিত করমন্ডল এক্সপ্রেস ট্রেনটির যাত্রীদের বেশিরভাগই পশ্চিমবঙ্গে বাসিন্দা বলে জানা গেছে।
ছবি: সংগৃহিত
যদিও কয়েকজন প্রতক্ষ্যদর্শী দাবি করেছেন করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি প্রথমে একই লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। এতে যাত্রীবাহী ট্রেনটির এঞ্জিন মালগাড়ির উপরে উঠে যায় এবং কয়েকটি অসংরক্ষিত ও সংরক্ষিত স্লীপার বগি লাইনচ্যুত হয়ে পাশের লাইনে গিয়ে পড়ে। সেই বগিগুলোকেই ধাক্কা মারে হাওড়াগামী আরেকটি এক্সপ্রেস ট্রেন। তিনটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হবার কারণেই এতো মানুষের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
আহতদের উদ্ধার করে আশেপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
পশ্চিমবঙ্গের অনেক মানুষ এবং বাংলাদেশের নাগরিকরা কলকাতা থেকে দক্ষিণ ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে যান মূলত করমণ্ডল এক্সপ্রেসেই।
কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশন জানিয়েছে তারা এই দুর্ঘটনার উপর নজর রাখছে।
ডেপুটি হাইকমিশন এই ঘটনায় একটি হটলাইন নম্বরও চালু করেছে: +৯১-৯০৩৮৩৫৩৫৩৩ (হোয়াটসঅ্যাপ)।
দুর্ঘটনার খবরে দুঃখপ্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে বলেছেন, “ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহত ব্যক্তিরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। পরিস্থিতি নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও কথা বলেছি।”
মোদি দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়ার কথা বলেছেন তিনি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি ও গুরুতর আহতদের ২ লাখ রুপি দেওয়ার ঘোষণা করেছেন।
ছবি: সংগৃহিত
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইট করে বলেছেন, “ওড়িশার বালাসোরে দুর্ভাগ্যজনক রেল দুর্ঘটনায় প্রাণহানির বিষয়টি জানতে পেরে আমি গভীরভাবে মর্মাহত। শোকাহত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা রয়েছে। উদ্ধারকাজের সফলতা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।”
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দুর্ঘটনাস্থল পরিদর্শন করার পর জানিয়েছেন ঘটনার তদন্ত করার জন্য উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ হলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
ভারতীয় রেল শনিবার দুপুরে জানিয়েছে ঘটনাস্থলে উদ্ধারকাজ শেষ হয়েছে এবং রেললাইন পুনরুদ্ধার করার প্রক্রিয়া শুরু হয়েছে।