Bangladesh

ঢাকা: গুলিস্তানে ভবনে বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত, আহত বহু গুলিস্তান বিস্ফোরণ
ছবি: সংগৃহিত

ঢাকা: গুলিস্তানে ভবনে বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত, আহত বহু

Bangladesh Live News | @banglalivenews | 08 Mar 2023, 12:10 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৮ মার্চ ২০২৩ : রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার বিকেল ৪:৫০ নাগাদ গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। এই ভবনদুটির মধ্যে একটি সাততলা এবং আরেকটি পাঁচতলা।

এর মধ্যে পাঁচতলা ভবনের নিচতলা এবং সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে।

ছবি: সংগৃহিতছবি: সংগৃহিত

ফায়ার সার্ভিস জানিয়েছে অন্তত ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন দুটি থেকে শতাধিক আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাত পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দিনমনি শর্মা জানিয়েছেন সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার অভিযান এদিনের মতো স্থগিত করা হয়েছে।

ছবি: সংগৃহিতছবি: সংগৃহিত

তিনি জানান, বিস্ফোরণের কারণে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এই অবস্থায় ভবনের ভূ–গর্ভস্থ স্থানে উদ্ধার কাজ চালানো সম্ভব নয়। তাই উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। বুধবার সকালে সেনাবাহিনী এলে তারপর উদ্ধার কাজ শুরু হবে।

বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

ছবি: সংগৃহিতছবি: সংগৃহিত 

এর আগে গত রোববার ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণে তিনজন নিহত হন, এবং ঠিক তার আগের দিন, শনিবার, চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণ ও আগুন লেগে এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন।

সর্বশেষ শিরোনাম

বাংলাদেশ: সিলেট গ্যাসক্ষেত্রে তেলের সন্ধান পাওয়া গেছে Sun, Dec 10 2023

Bangladesh: Oil discovered in Sylhet gas field Sun, Dec 10 2023

আফসোসের কথা জানালেন প্রধানমন্ত্রী Sun, Dec 10 2023

পাঁচ নারীকে বেগম রোকেয়া পদক-২০২৩ প্রদান প্রধানমন্ত্রীর Sun, Dec 10 2023

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছি না: কাদের Sun, Dec 10 2023

চলতি মাসেই শৈত্যপ্রবাহ, তাপমাত্রা কমার আভাস Sun, Dec 10 2023

মুন্সিগঞ্জ: বদ্ধ ফ্ল্যাটে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ Sat, Dec 09 2023

নির্বাচন সামনে রেখে শাহজালালসহ ৩ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার Sat, Dec 09 2023

নির্বাচনী আচরণবিধি বজায় রেখে গোপালগঞ্জ সফর প্রধানমন্ত্রীর Sat, Dec 09 2023

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ৪৩১ জনের আবেদন Sat, Dec 09 2023