Bangladesh

আগের চেহারায় ঢাকা ঢাকা
সংগৃহিত চিরচেনা চেহারায় ঢাকা

আগের চেহারায় ঢাকা

Bangladesh Live News | @banglalivenews | 15 Jul 2021, 09:38 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৫ জুলাই ২০২১: করোনা সংক্রমণ রোধে ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত ছিলো কঠোর বিধিনিষেধ। তবে ঈদ উপলক্ষে জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ১৪ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তাই বৃহস্পতিবার সকাল থেকে চিরচেনা চেহারায় ফিরেছে রাজধানী।

আজ সকাল থেকে চলতে শুরু করেছে গণপরিবহন। খুলেছে দোকানপাট। সকালে রাজধানীর মিরপুর ১, ২ ও ১০ নম্বর, কল্যাণপুর, শ্যামলী, ধানমন্ডি এলাকা ঘুরে দেখা গেছে, অর্ধেক আসন ফাঁকা রেখে চলছে বাস। তাই যাত্রীদের কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে বাসের জন্য।

মিরপুর ১ নম্বর থেকে এক চাকরিজীবী বলেন, ‘খিলগাঁও থেকে লাব্বাইক বাসে করে মিরপুর এলাম। ভাড়া নিয়েছে ৪০ টাকা। তারপরও স্বস্তি। বাসে আসতে পারলাম। লকডাউনেতো সব গাড়ি বন্ধ ছিলো। তখন ৫০০ টাকা খরচ করেও অফিসে আসতে হয়েছে।’

গাবতলী থেকে এক যাত্রী বলেন, ‘আজ সকাল থেকেই ঢাকা আবার আগের রূপে ফিরেছে। আবার সেই যানজট। তারপরও ভালো লাগছে। আমি মৌচাক থেকে আয়াত পরিবহনে করে ১৫ টাকা দিয়ে ফার্মগেট এলাম। এরপর ২৫ টাকা দিয়ে ওয়েলকাম বাসে করে গাবতলী এলাম। আজ আসতে খরচ অনেক কম হয়েছে।’ 

এদিকে ঈদের আগে লকডাউন শিথিল হওয়ায় ৩৮টি আন্তঃনগর এবং ১৯টি মেইল ও কমিউটার ট্রেন দিয়ে শুরু হলো ট্রেন যাত্রা। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে।

রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রেলওয়ের ৩৬২টি ট্রেনের মধ্যে স্বাভাবিক সময়ে ১০২টি আন্তঃনগর ট্রেন এবং ২৬০টি লোকাল, কমিউটার ট্রেন ও মালবাহী ট্রেন চলাচল করে। কিন্তু সাময়িক সময়ের জন্য রেলসার্ভিস চালু হওয়ায় পুরো দমে ট্রেন চলাচল শুরু হচ্ছে না। কাউন্টারে বিক্রি হচ্ছে না কোনো টিকিট। অনলাইনে গতকাল বুধবার থেকে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024