Bangladesh

ঐতিহাসিক স্থাপনা ঘিরে হেরিটেজ বলয় সৃষ্টি করবে ঢাকা দক্ষিণ সিটি হেরিটেজ বলয়
ফাইল ছবি/উইকিমিডিয়া কমন্স/Ishrat Jahan

ঐতিহাসিক স্থাপনা ঘিরে হেরিটেজ বলয় সৃষ্টি করবে ঢাকা দক্ষিণ সিটি

Bangladesh Live News | @banglalivenews | 10 May 2023, 06:36 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১০ মে ২০২৩ : গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থাপনা নিয়ে পৃথক ৭টি হেরিটেজ বলয় সৃষ্টির উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ কাজের অংশ হিসেবে বুধবার (১০ মে) হেরিটেজ বলয়-৫ সৃষ্টির লক্ষ্যে ঢাকেশ্বরী মন্দির এলাকা পরিদর্শন করেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে জানানো হয়, ঢাকায় গেজেটভুক্ত ৭৪ ঐতিহ্যবাহী স্থাপনার মধ্যে ৬৬টির অবস্থান দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায়। ৬৬ স্থাপনাসহ আরও গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক কয়েকটি স্থাপনাকে নিয়ে সাতটি হেরিটেজ বলয় সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে বুধবার ঢাকেশ্বরী মন্দির এলাকা পরিদর্শন করেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

ডিএসসিসির প্রকৌশল বিভাগ সূত্র জানায়, এ মন্দির এলাকায় অনেকগুলো ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে। এগুলো কীভাবে সংরক্ষণ এবং দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা যায়, তার পরিকল্পনা নেওয়া হবে। পর্যায়ক্রমে ডিএসসিসির অধীনে থাকা অন্যান্য ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণ এবং সৌন্দর্যবর্ধন করা হবে।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, ঢাকা নগর পরিবহনে কোনো পুরোনো বাস যুক্ত করা যাবে না। শুধু নতুন বাস দিয়েই নগর পরিবহন পরিচালিত হবে ।

তিনি বলেন, ‘রাজধানীতে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা দিন দিন কমছে। আমরা নগরে ফিনটেসবিহীন বাসের সংখ্যা কমানোর চেষ্টা করছি। এসব বাসের বিরুদ্ধে অভিযান চালানোর বিষয়ে আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে।’

মঙ্গলবার (৯ মে) দুপুরে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৭তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় মেয়র আতিক এ তথ্য জানান। সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘২১, ২২ ও ২৬ নম্বর রুটে যথাক্রমে ২১ মে থেকে ১ জুন, ১১ জুন থেকে ১৫ জুন ও ১৬ জুলাই থেকে ২০ জুলাই ডিএনসিসি, ডিএসসিসি, ডিএমপি ও বিআরটিএ যৌথভাবে চিরুনি অভিযান পরিচালনা করবে। পুরোনো রুট পারমিটবিহীন, ফিটনেসবিহীন কোনো বাস চলতে দেওয়া হবে না।’

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024