Bangladesh

ঢাকায় নদীর তলদেশে হচ্ছে রেল ঢাকা
উইকিপিডিয়া কমন্স

ঢাকায় নদীর তলদেশে হচ্ছে রেল

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 29 Jan 2023, 05:01 pm

ঢাকা: মেট্রোরেল লাইন পাঁচের হাত ধরেই দেশে প্রথমবারের মতো নদীর তলদেশে হচ্ছে রেললাইন।

হেমায়েতপুর থেকে শুরু হলেও লাইনটি পাতালে ঢুকবে গাবতলী থেকে। ইতোমধ্যেই শেষ হয়েছে সম্ভাব্যতা যাচাই। চলছে সমীক্ষার কাজ। আর ক’দিন বাদেই শুরু হবে এমআরটি লাইন পাঁচের নির্মাণকাজ।

রাজধানীজুড়ে এমআরটি রুট নের্টওযার্কের দ্বিতীয় পর্যায়ের কাজ এই প্রকল্প। লাইন-৬ আর লাইন-১ এর পরে এটি হবে মেট্রোরেলের তৃতীয় রুটের কাজ।

উড়াল অংশ থাকবে তুরাগের ওপারেই। পরে গাবতলী থেকে দারুসসালাম হয়ে মিরপুর ১, দশ, ১৪ হয়ে কচুক্ষেত। এরপর বনানী ১১ থেকে, গুলশান দুই হয়ে নতুন বাজার।

সবশেষ স্টেশন ভাটারায় গিয়ে আবার ওপরে উঠবে রেলপথ, সবশেষ স্টেশন হবে এটি। এই পথেও গাবতলীতে একটি মাল্টিপল হাব করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

সংশ্লিষ্টরা বলছেন, ব্রিজটা পার হলেই গাবতলী। নদীর এপার থেকে যদি করা হয়, তবে স্টেশন অনেক সামনে চলে যাবে। এ জন্য নদীর ওপার থেকে নদীর নিচে দিয়ে এসে গাবতলী স্টেশনের পাশে চলে যাবে। ওই জায়গাটাতে কোনো স্টেশন থাকবে না। ট্রেনটা নামার যে র‌্যাম্পের মতো থাকবে, সেটা নদীর নিচ দিয়ে এসে গাবতলীতে উঠে যাবে।

সম্ভাব্যতা যাচাইয়ের কাজ। ভায়াডাক্টের পাতাল অংশ হবে টিউবের মাধ্যে। তবে স্টেশনগুলো হবে উম্মুক্ত প্রক্রিয়ায়।

সর্বশেষ শিরোনাম

নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের শপথ গ্রহণে বাধা নেই Wed, Mar 22 2023

সংসদের বিশেষ অধিবেশন বসছে ৬ এপ্রিল Wed, Mar 22 2023

মাদারীপুরে চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড Wed, Mar 22 2023

যুদ্ধ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের জোরালো পদক্ষেপ প্রয়োজন : সিএনএনকে শেখ হাসিনা Wed, Mar 22 2023

বৃষ্টির প্রভাবে ঢাকার বায়ুমানে উন্নতি Tue, Mar 21 2023

উন্নয়ন প্রকল্পে দেশে তৈরি গাড়ি ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর Tue, Mar 21 2023

৯৯৯-এ ফোন করে বলতে হবে না নাম-ঠিকানা-অবস্থান Tue, Mar 21 2023

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সক্ষম করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী Tue, Mar 21 2023

গুলিস্তানে ৩ মরদেহ উদ্ধারের জন্য পদক পেলো র‌্যাবের ‘চিতা’ Tue, Mar 21 2023

ইভিএম-এ ভোটগ্রহণ নিয়ে ধোঁয়াশা কাটছে না Tue, Mar 21 2023