Bangladesh

হিরো আলমকে নিয়ে কূটনীতিকদের বক্তব্য অগ্রহণযোগ্য : মোমেন ওবায়দুল কাদের
ছবি: সংগৃহিত

হিরো আলমকে নিয়ে কূটনীতিকদের বক্তব্য অগ্রহণযোগ্য : মোমেন

Bangladesh Live News | @banglalivenews | 20 Jul 2023, 08:11 pm

ঢাকা, ২০ জুলাই ২০২৩ : হিরো আলমের উপর হামলার বিষয়ে ঢাকায় বিদেশী মিশনগুলোর দেয়া যৌথ বিবৃতিতে অসন্তোষ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কূটনীতিকদের কাছ থেকে এই ধরনের ‘কর্মীসুলভ আচরণ’ গ্রহণযোগ্য নয়। সাংবাদিকরা এ বিষয়ে তার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘এটি গ্রহণযোগ্য নয়। কেবলমাত্র বাংলাদেশে কিছু ঘটলেই তারা শোরগোল সৃষ্টি করেন’।

ঢাকায় বিদেশি মিশনগুলো বুধবার এক যৌথ বিবৃতিতে হিরো আলমের ওপর হামলার সঙ্গে জড়িত অপরাধীদের ব্যাপারে পূর্ণ তদন্ত ও জবাবদিহিতার আহ্বান জানিয়েছে। যৌথ বিবৃতিতে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের দূতাবাস/হাইকমিশন স্বাক্ষর করেছে। এরই পরিপ্রেক্ষিতে ড. মোমেন বলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স বা অন্যান্য দেশে একই ধরনের ঘটনা ঘটলে তো বিদেশি কূটনীতিকরা দল বেঁধে এভাবে কাজ করেন না। পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে জানতে চান, বিদেশে বাংলাদেশি নাগরিক নিহত হলে কি এসব দেশ তদন্তের অগ্রগতি সম্পর্কে কিছু বলে ? সাংবাদিকদের তিনি আরো বলেন, ‘তাদের (বিদেশী কূটনীতিকদের) জিজ্ঞাসা করুন। আপনারা কেন তাদের জিজ্ঞাসা করেন না ? কেন তারা সেক্ষেত্রে বিবৃতি দেন না’ ? বিদেশি মিশনগুলো বিবৃতিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে না পাঠিয়ে, মিডিয়া হাউসে পাঠায় বলে ক্ষোভ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি এ ধরনের বক্তব্য প্রচার বন্ধের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

মোমেন বলেন, যারা হিরো আলমের ওপর হামলা করেছে, তাদের চিহ্নিত করা দরকার। কারণ আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনিশ্চয়তা তৈরি করতে এটা করা হতে পারে। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চান এবং সে কারণেই ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আসছেন।

সর্বশেষ শিরোনাম

রাত থেকেই ঢাকায় বৃষ্টি, ৮ বিভাগে অব্যাহত থাকতে পারে Fri, Dec 08 2023

মির্জা ফখরুলকে জামিন দিতে রুল Fri, Dec 08 2023

৩৩৮ ওসি-১১০ ইউএনও বদলির অনুমোদন Fri, Dec 08 2023

জাপার সঙ্গে বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়নি : কাদের Thu, Dec 07 2023

টাইপিংয়ে ভুল, সংসদে পাস হওয়া শ্রম আইন ফেরত পাঠালেন রাষ্ট্রপতি Thu, Dec 07 2023

হরতাল-অবরোধে ককটেলের ব্যবহার বেড়েছে: হাতেনাতে গ্রেফতার ৩৪ Thu, Dec 07 2023

গোপালগঞ্জে দুদিন থাকবেন শেখ হাসিনা Thu, Dec 07 2023

এককভাবে লাঙ্গল নিয়ে নৌকার সঙ্গে যুদ্ধে নেমেছি: জাপা মহাসচিব Thu, Dec 07 2023

দলীয় নেতাকর্মীদের নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই Thu, Dec 07 2023

সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে বিএনপি: কাদের Thu, Dec 07 2023