Bangladesh

রোহিঙ্গাদের সম্মানজনকভাবে ফিরিয়ে দিতে আলোচনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট
ফাইল ছবি কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বসতি

রোহিঙ্গাদের সম্মানজনকভাবে ফিরিয়ে দিতে আলোচনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Bangladesh Live News | @banglalivenews | 16 Sep 2022, 05:24 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২২ : রোহিঙ্গাদের সম্মানজনকভাবে ফিরিয়ে দিতে শান্তিপূর্ণ আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজারের লং বিচ হোটেলের বলরুমে 'নবজাগরণ: অপরাধকে না বলুন' শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে। নাফ নদী রক্তে রঞ্জিত হয়েছে। তখন প্রধানমন্ত্রী বললেন, আমরা ১৯৭১ সালে ভারতে আশ্রয় নিয়েছিলাম। রোহিঙ্গাদের জীবন বাঁচাতে দাও। তিনি বিজিবিকে বললেন, তোমরা সরে দাঁড়াও, রোহিঙ্গারা ঢুকলো। তারা এখনও আছে, অনেক সমস্যা হচ্ছে। আমরা সম্মানজনকভাবে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে তাদের ফেরত দিতে চেষ্টা করছি।

আসাদুজ্জামান খান বলেন, আমেরিকা স্বাধীনতার পর বলেছিল বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি। কিন্তু তাদের দেশের প্রেসিডেন্ট বারাক ওবামা তার দেশের কর্মকর্তাদের বলেছিলেন, ‘তোমরা বাংলাদেশকে ফলো করো। বাংলাদেশ আজ কোথায়’।

তিনি বলেন, কক্সবাজারে সবাই একবার আসতে চায়, পর্যটকরা যদি এখানে পরিপূর্ণ আনন্দটা না পায়, তাহলে সেটা ভালো হয় না। সেজন্য এখানে সব বাহিনী কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাব দেশের জনগণের আস্থার প্রতীক। সন্ত্রাস দমন, জলদস্যু, জঙ্গি দমন, ভেজালবিরোধী অভিযানে র‌্যাব আস্থার প্রতীক। তারা জলদস্যু, বনদস্যু ও জঙ্গিদের আত্মসমর্পণ ও পুর্নবাসন করে দৃষ্টান্ত স্থাপন করেছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের জায়গা ছোট, কিন্তু মানুষ অনেক বেশি। অথচ দেখেন মিয়ানমার বড় রাষ্ট্র হয়েও তাদের নাগরিকদের বিতাড়িত করছে।

তিনি বলেন, কক্সবাজারে নির্দিষ্ট করে কাজ করছে র‌্যাব। এমন একটি জায়গায় এ কাজটি করছে যেখানে সবাই একবার হলেও আসতে চায়। ট্যুরিস্ট পুলিশসহ পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার বাহিনী রয়েছে এখানে। সবারই একটাই উদ্দেশ্য শান্তিপূর্ণ পরিস্থিতিটা যেন ধরে রাখতে পারি।

নতুন কর্মসূচি ‘নবজাগরণ’ এর আওতায় অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা বা ঝুঁকিতে থাকা ৩৬ তরুণ-তরুণীকে স্বাবলম্বী করার উদ্যোগ নেয় র‌্যাব। এর মধ্যে হোটেল সার্ভিস বয় ছয়জন, সার্ফিং পাঁচজন, ট্যুরিস্ট গাইড প্রশিক্ষণ পাঁচজন, ফটোগ্রাফি প্রশিক্ষণ পাঁচজন, সেলাই মেশিন প্রশিক্ষণ দশজন, ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয় পাঁচজনকে। তাদের হাতে সনদপত্র তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024