Bangladesh

ঢাকা উত্তরের কর্মকর্তাদের গাড়িতে শুক্রবার তেল বরাদ্দ বন্ধ করে মাসে সাশ্রয় ১৮ লাখ টাকা ডিএনসিসি
ছবি: সংগৃহিত প্রতীকী ছবি

ঢাকা উত্তরের কর্মকর্তাদের গাড়িতে শুক্রবার তেল বরাদ্দ বন্ধ করে মাসে সাশ্রয় ১৮ লাখ টাকা

Bangladesh Live News | @banglalivenews | 22 Sep 2022, 05:57 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২২ : বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারের ব্যয় সাশ্রয়ে এবং বিদ্যুৎ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের জন্য সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার জ্বালানি বরাদ্দ বন্ধ রেখেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।  এতে ডিএনসিসিতে জ্বালানি ব্যয় দুই-তৃতীয়াংশ কমেছে।

ডিএনসিসির পরিবহন বিভাগের তথ্য অনুযায়ী, কর্মকর্তাদের গাড়ি ও অন্যান্য দাপ্তরিক কাজে হালকা গাড়ির জ্বালানি বাবদ গত জুনে ব্যয় হয়েছিল ২৬ লাখ ৮৪ হাজার ৬৫৮ টাকা। জুলাই মাসে ব্যয়ের পরিমাণ ছিল ২৫ লাখ ৩৮ হাজার ৬১৪ টাকা। সেখানে গত আগস্টে এ খাতে ব্যয় কমে দাঁড়িয়েছে মাত্র ৮ লাখ ৯১ হাজার ৭৯ টাকায়। জুন মাসের তুলনায় এই ব্যয় ১৭ লাখ ৯৩ হাজার ৫৭৯ টাকা এবং জুলাইয়ের তুলনায় ১৬ লাখ ৪৭ হাজার ৫৩৫ টাকা কমেছে।

ডিএনসিসির সচিব দপ্তর সূত্র জানায়, গত আগস্টের শুরুতে ডিএসসিসি মেয়রের নির্দেশে একটি অফিস আদেশ জারি করেছিল ডিএনসিসির পরিবহন বিভাগ। এই অফিস আদেশে শুক্রবার কর্মকর্তাদের গাড়িতে (হালকা যান) তেল দেওয়া হবে না বলে জানানো হয়। কারণ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সিটি করপোরেশনের আওতাধীন বেশিরভাগ গাড়ি চলাচল করে না।

তবে যেসব কর্মকর্তার গাড়ি আছে, তারা ছুটির দিনে ব্যক্তিগত নানা কারণে গাড়ি নিয়ে বের হন। এজন্য করপোরেশন থেকে জ্বালানি বরাদ্দ নেন তারা। এই বরাদ্দ বন্ধ করে দেওয়াতেই ব্যয় কমানো সম্ভব হয়েছে। তবে সিটি করপোরেশনের অত্যাবশ্যকীয় জরুরি সেবা-সরবরাহ, বর্জ্য পরিবহন ও মশকনিধন কাজে নিয়োজিত যানবাহনগুলো এই আদেশের আওতামুক্ত রাখা হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিএনসিসির এক কর্মকর্তা বলেন, অফিস আদেশের পরেও অনেক কর্মকর্তা শুক্রবারে গাড়ি ব্যবহার করেছেন। সেক্ষেত্রে ওই দিনের জ্বালানির খরচ নিজেকেই বহন করতে হয়েছে।

ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, জ্বালানি ব্যয় কমাতে মেয়র যে নির্দেশনা অনুযায়ী ডিএনসিসি এই পদক্ষেপ নিয়েছে। দুই মাসের মাথায় ডিএনসিসির জ্বালানি ব্যয় সাশ্রয় হচ্ছে। তবে কিছু চ্যালেঞ্জ ছিল। সেগুলো মোকাবিলা করে আমরা সফল হয়েছি। এখন আর কোন কোন ক্ষেত্রে এই ব্যয় কমিয়ে আনা যায়, সেগুলো নিয়ে ভেবে দেখা হচ্ছে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024