Bangladesh

দীর্ঘ অপেক্ষা শেষে ঢাবির ভর্তিযুদ্ধ শুরু ঢাবির ভর্তি পরীক্ষা
সংগৃহিত পরীক্ষার হল

দীর্ঘ অপেক্ষা শেষে ঢাবির ভর্তিযুদ্ধ শুরু

Bangladesh Live News | @banglalivenews | 01 Oct 2021, 03:55 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১ অক্টোবর ২০২১: মহামারি করোনা ভাইরাসের কারণে বেশ কয়েকবার পিছিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ সেশনের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। সবশেষ গত ১৬ জুলাই গৃহীত সিদ্ধান্তের আলোকে আজ শুক্রবার (১ অক্টোবর) সকাল ১১টায় 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ২০২০ সালের এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের ‘ভর্তিযুদ্ধ’ শুরু হয়েছে।

পরীক্ষায় অংশ নিতে আজ শুক্রবার সকাল থেকেই ক্যাম্পাসে আসতে শুরু করেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। তবে করোনা প্রাদুর্ভাবের কারণে এবার পরীক্ষা কেন্দ্র এলাকায় অভিভাবকদের প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। জনসাধারণের প্রবেশ ঠেকাতে ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখার জন্য রয়েছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

পরীক্ষা কেন্দ্রের সামনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সহায়তা করার জন্য রয়েছে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠনগুলোর 'হেল্পিং বুথ'। এছাড়াও জেলা সংগঠনগুলোও শিক্ষার্থীদের সহায়তায় স্থাপন করেছে 'হেল্পিং বুথ'।

পরীক্ষা কেন্দ্রে প্রবেশপথে রয়েছে তাপমাত্রা মাপার ব্যবস্থা। সামাজিক দূরত্ব বজায় রেখে ঢোকানো হয়েছে কেন্দ্রে। কেন্দ্রগুলো পরিদর্শনে বিশ্ববিদ্যালয় প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘আমরা সামাজিক দূরত্ব শতভাগ নিশ্চিত করে পরীক্ষা নেওয়ার কথা বলেছি। তার প্রতিফলন দেখা যাচ্ছে। স্বাস্থ্যবিধি শতভাগ নিশ্চিত করা আমাদের সবার ব্যক্তিগত সচেতনতার ওপর নির্ভর করে।'

এবার পাঁচটি ইউনিটে ৭১৪৮টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ৩ লাখ ২৪ হাজার ৩৪০টি। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৫ হাজার ৩৭ জন। যার মধ্যে ‘ক’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬৪ দশমিক ৯৯ জন, 'খ' ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২০ দশমিক ০৩ জন, ‘গ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২১ দশমিক ৯০ জন, 'ঘ' ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৩ দশমিক ৮১ জন এবং ‘চ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ১১৪ দশমিক ৭৯ জন।

করোনার কারণে এবারই ক্যাম্পাসের বাইরে দেশের বিভাগীয় শহরগুলোতেও ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার বাইরের কেন্দ্রগুলো হলো- রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), বরিশাল বিশ্ববিদ্যালয় ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024