Bangladesh

রাজশাহীতে স্ত্রী-সন্তানকে হত্যার পর ঢাকায় আটক ইজিবাইকচালক খুন
সংগৃহিত স্ত্রীর সঙ্গে ফিরোজ মন্ডল

রাজশাহীতে স্ত্রী-সন্তানকে হত্যার পর ঢাকায় আটক ইজিবাইকচালক

Bangladesh Live News | @banglalivenews | 05 Jan 2021, 09:26 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৫ জানুয়ারি ২০২১: রাজশাহীর পুঠিয়ায় স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার পর ঢাকায় পালিয়েছেন ফিরোজ মণ্ডল (৩৫) নামের এক ব্যক্তি। মঙ্গলবার (৫ জানুয়ারি) ভোরে সাড়ে ৫টার দিকে ঢাকার গাবতলীর উৎসব সিনেমা হল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ফিরোজ মণ্ডল পুঠিয়া উপজেলার গোপালহাটি ফকিরপাড়া এলাকার লতিফ মণ্ডলের ছেলে। হত্যাকাণ্ডের শিকার তার স্ত্রী পলি বেগম (২৩) ও পাঁচ মাসের শিশুকন্যা সুমাইয়া খাতুন।

পুলিশ বলছে, নিজ বাড়িতে স্ত্রী-সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যা করেন ফিরোজ। পরে মরদেহ ফেলে রাতেই ঢাকার উদ্দেশে পাড়ি দেন। সোমবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ।

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) খালেদুর রহমান জানান, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ফিরোজ মণ্ডল নৈশকোচ ধরে ঢাকার উদ্দেশে পাড়ি দেন।

নৈশকোচটি শনাক্ত করে তাকে আটকের চেষ্টা শুরু হয়। ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার গাবতলীর উৎসব সিনেমা হল এলাকা থেকে ডিএমপির দারুসসালাম থানা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, ফিরোজ মণ্ডল একসময় রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী এনপি এলিগেন্স পরিবহনের সুপারভাইজার ছিলেন। দুর্ঘটনায় এক পা হারান তিনি। এরপর ইজিবাইক চালিয়ে সংসারের হাল ধরেন। একপর্যায়ে মাদকাসক্ত হয়ে পড়েন এ নিয়ে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন ফিরোজ।

সর্বশেষ শিরোনাম

আপনারা লাফাতেই থাকেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে: বিএনপিকে তথ্যমন্ত্রী Sat, Sep 30 2023

রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের প্রথম চালান Sat, Sep 30 2023

দেশের ভাবমূর্তি আরও জোরদারে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর Sat, Sep 30 2023

নবনিযুক্ত প্রধান বিচারপতিকে তরবারি উপহার Fri, Sep 29 2023

খালেদাকে বিদেশে চিকিৎসার আবেদন স্বরাষ্ট্র হয়ে আইন মন্ত্রণালয়ে Fri, Sep 29 2023

জনগণ মেগা প্রকল্পের সুফল পেতে শুরু করেছে: রাষ্ট্রপতি Fri, Sep 29 2023

বাংলাদেশে ডেঙ্গু টিকা ‘টিভি-০০৫’র সফল পরীক্ষা সম্পন্ন Fri, Sep 29 2023

প্রধানমন্ত্রীর জন্মদিনে পথ শিশুদের নিয়ে কেক কাটলেন পলক Fri, Sep 29 2023

আফ্রিকা-ইসরায়েল দেখেন, বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই : যুক্তরাষ্ট্রকে কাদের Thu, Sep 28 2023

আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ অন্ধকারে ফিরে যাবে: প্রধানমন্ত্রী Thu, Sep 28 2023