Bangladesh

ইসি কারো কাছে আত্মসমর্পণ করেনি : রাশেদা সুলতানা নির্বাচন কমিশন
ছবি: সংগৃহিত নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা

ইসি কারো কাছে আত্মসমর্পণ করেনি : রাশেদা সুলতানা

Bangladesh Live News | @banglalivenews | 20 Jan 2023, 07:07 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২০ জানুয়ারি ২০২৩ : নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, আচরণবিধি পালনের মধ্য দিয়ে নির্বাচনী পরিবেশ গড়ে উঠবে। তবে যদি নির্বাচনী পরিবেশ গড়ে না উঠে, যদি মনে হয় ভোটে বিঘ্ন হচ্ছে তাহলে যে পর্যায়ে বিঘ্ন ঘটবে সেই পর্যায়েই ভোট বন্ধ করে দেওয়া হবে। গাইবান্ধার ঘটনায় নির্বাচন কমিশন (ইসি) কারো কাছে আত্মসমর্পণ করেনি। দু-একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে পুরো নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েনি। নির্বাচন কমিশন ৩০০ আসনে ভোট করতে প্রস্তুত।

বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইভিএম প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, কতিপয় রাজনৈতিক দলের মধ্যে ইভিএম নিয়ে অনাস্থা সৃষ্টি হয়েছে। তবে ইভিএম নিয়ে অনাস্থা আনার মতো কোনো ঘটনা ঘটেনি। বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন। আপনাদের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক ও প্রতিযোগিতামূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক।

উপনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইসি সব ধরনের ব্যবস্থা নিয়েছে জানিয়ে ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, শঙ্কার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবি সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করবে। তারা সচেষ্ট থাকবে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই বিঘ্ন না ঘটে। নির্বাচন বন্ধ হওয়ার মতো পরিস্থিতি যাতে কোনোভাবেই তৈরি না হয়। আমরা আশা করি, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হবে।

রাশেদা সুলতানা বলেন, চাঁপাইনবাবগঞ্জের দুই আসনের প্রার্থীদের মধ্যে দু-এক জন প্রার্থী তাদের আশঙ্কার কথা জানিয়েছেন। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, সংসদীয় আসন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) থেকে বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলাম পদত্যাগ করায় আসন ২টি শূন্য ঘোষণা করা হয়। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024