Bangladesh

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না করোনাভাইরাস
ফাইল ছবি রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠান

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না

Bangladesh Live News | @banglalivenews | 19 Jan 2022, 02:45 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৯ জানুয়ারি ২০২২: শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (১৮ জানুয়ারি) ডিসি সম্মেলন শেষে সাংবাদিকদের এমন কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সে কারণে এখনই শিক্ষার্থীদের সশরীরে পাঠদান বন্ধ রাখা হচ্ছে না। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ওমিক্রন ছড়িয়ে পড়লে বন্ধ করে দেওয়া হবে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা বাসায় বসে অনলাইন ক্লাস করবে। তার সঙ্গে নিয়মিত অ্যাসাইনমেন্ট কাজ দেওয়া হবে। এর আগ পর্যন্ত সশরীরে পাঠদান বন্ধ করে দেওয়ার কোনো চিন্তা-ভাবনা করা হচ্ছে না।

তিনি বলেন, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওমিক্রনে আক্রান্ত হলেও বর্তমানে তারা আইসোলেশনে রয়েছে। কেউই গুরুতর অসুস্থ হয়নি বলে আমরা খোঁজ-খবর নিয়েছি। আজ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে আমরা বৈঠক করেছি। তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

দীপু মনি আরও বলেন, ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা কার্যক্রমকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। গতকাল পর্যন্ত ৮৫ লাখ শিক্ষার্থী ভ্যাকসিনেশনের আওতায় এসেছে। আমরা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মনিটরিং করছি। সার্বিক পরিস্থিতি নিয়ে আগামী দু-একদিনের মধ্যে জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সঙ্গে বৈঠক করা হবে।

সর্বশেষ শিরোনাম

জঙ্গিবাদের উর্বর স্থান হতে পারে রোহিঙ্গা ক্যাম্প Thu, Jun 01 2023

সরকারি খরচে বিজনেস ক্লাসে বিদেশ ভ্রমণ নয়: প্রধানমন্ত্রীর নির্দেশনা Thu, Jun 01 2023

গুগলের তথ্যের ভিত্তিতে শিশু যৌন নিপীড়ককে গ্রেপ্তার করা হয়েছে Thu, Jun 01 2023

জ্বালানি তেলে সরকার ভর্তুকি দেয় না: জ্বালানি প্রতিমন্ত্রী Thu, Jun 01 2023

সরকারের পদক্ষেপে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ সম্ভব হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী Thu, Jun 01 2023

তারেক-জোবায়দার মামলায় হট্টগোলে বিএনপিপন্থি ২৮ আইনজীবীর নামে জিডি Wed, May 31 2023

জাতীয় গ্রিডে যুক্ত হলো প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র Wed, May 31 2023

কাউকে হারিয়ে বা জিতিয়ে দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়: সিইসি Wed, May 31 2023

বাজেট অধিবেশন শুরু Wed, May 31 2023

সুষ্ঠু নির্বাচন সমর্থনকারীদের ভয়ের কিছু নেই: পিটার হাস Wed, May 31 2023