Bangladesh

আজও ফাঁকা ঢাকা, এখনো গ্রামে ফিরছেন অনেকে ঢাকা | ঈদ
সংগৃহিত রাজধীর রস্তাঘাট সুনসান

আজও ফাঁকা ঢাকা, এখনো গ্রামে ফিরছেন অনেকে

Bangladesh Live News | @banglalivenews | 30 Jun 2023, 09:33 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৩০ জুন ২০২৩: ঈদ ঘিরে প্রতিবছরের মতো এবারও অনেকটাই ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা। ব্যস্ততম শহরে নেই কর্মকোলাহল। রাস্তাঘাটে নেই অসহনীয় যানজট। সব মিলিয়ে ঈদে চিরচেনা ঢাকা যেন অচেনা এক নগরীর রূপ নিয়েছে।

আজ শুক্রবার পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন। এদিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে টুকটাক যানবাহন ও বিভিন্ন গন্তব্যমুখী যাত্রীর দেখা মিলেছে। সড়কগুলোর কোথাও মানুষের সামান্য জটলা আবার কোথাওবা ছিল একেবারে ফাঁকা। এদিন সকালে সরেজমিনে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। রাজধানীর ধোলাইপাড়, যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় সকাল থেকে যানবাহনের জটলা দেখা গেছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের দ্বিতীয় দিনও গ্রামে ফিরছেন অনেকে। ফলে সড়কপথে সামান্য চাপ আছে। বাস কাউন্টারগুলোতেও যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যাত্রী বাড়ায় বেড়েছে গাড়ির সংখ্যাও।

অনেকে গতকাল ঈদের দিন ঢাকার বাসায় পশু কোরবানি করেছি। সেই মাংসসহ আজ গ্রামের বাড়ি গেছেন। এদিকে অন্যান্য সড়কে তেমন যানবাহন না থাকলেও রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা ছিল বেশি।

ঈদের দ্বিতীয় দিন সাধারণত দাওয়াত থাকায় অনেকে আত্মীয়-স্বজনের বাসায় যান। আজ ঢাকার সড়কে এ ধরনের যাত্রীর সংখ্যাও একেবারে কম নয়। এছাড়া বিনোদনকেন্দ্র বিশেষ করে সিনেমা হলে ভিড় জমান অনেকে। তাই সড়কে সিএনজি অটোরিকশা ও রিকশার আধিপত্য থাকে বেশি।

গুলিস্তান, পল্টন, শাহবাগ, কারওয়ান বাজারসহ বিভিন্ন সড়কে মানুষের যাতায়াত কম থাকায় সকাল থেকে এসব সড়ক ছিল অনেকটাই ফাঁকা। তবে বেলা বাড়লে মানুষের যাতায়াত কিছুটা বাড়তে পারে। এসব এলাকায় গাড়ির চাপও অন্য যে কোনো দিনের তুলনায় আজ অনেক কম।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024