Bangladesh

সারাদেশে এক কোটি ৪১ হাজার পশু কোরবানি : ৮৫ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্য ঈদুল আজহা
ছবি: সংগৃহিত

সারাদেশে এক কোটি ৪১ হাজার পশু কোরবানি : ৮৫ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্য

Bangladesh Live News | @banglalivenews | 01 Jul 2023, 12:37 pm

ঢাকা, ১ জুলাই ২০২৩ : এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট এক কোটি ৪১ হাজার ৮১২টি গবাদি পশু কোরবানি হয়েছে। এর মধ্যে ১০ শতাংশ চামড়া নষ্ট হতে পারে। এছাড়া ছাগলের চামড়া বাদ দিয়ে এবার কোরবানির ঈদে ৮৫ থেকে ৯০ লাখ পিস ভালো মানের চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মৌসুমি ব্যবসায়ী ও মাদরাসা থেকে গতবারের তুলনায় বেশি দামে এসব চামড়া কেনা হচ্ছে। ফলে চামড়া দাম মিলছে না- এমন তথ্য গুজব বলে দাবি করেছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান মো. শাহীন আহমেদ।

শুক্রবার বিকেলে জাগো নিউজকে এসব কথা বলেন তিনি। শাহীন আহমেদ বলেন, ৮৫ থেকে ৯০ লাখ চামড়া সংরক্ষণের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। মৌসুমি ব্যবসায়ী ও মাদরাসা কাঁচা চামড়ার কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেকেই। এ বিষয়ে প্রশ্ন করা হলে বিটিএ চেয়ারম্যান বলেন, আমি অধিকাংশ চামড়া কিনেছি মাদরাসা থেকে। ৭০০ টাকার কমে কোনো চামড়া কিনেছি বলে মনে পড়ে না। এমনকি ৯০০ টাকা পর্যন্ত চামড়ার দাম দিয়েছি। তাছাড়া একটা চামড়ার পেছনে লবণ ও মজুরি খরচ ৩০০ টাকা লাগে। সবমিলিয়ে আমরা সাধ্যমতো চেষ্টা করছি।

তিনি বলেন, ঈদের দিন আমরা সাধারণত চামড়া কিনি না। বিভিন্ন মসজিদ-মাদরাসা থেকে কিছু কাঁচা চামড়া সংগ্রহ করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই আমরা লবণযুক্ত চামড়া সংগ্রহ শুরু করবো।

কেউ কেউ বলছেন এবছর চামড়ার দাম কম, অনেকটা পানির দর। এ বিষয়ে জানতে চাইলে শাহীন আহমেদ বলেন, একজন লোক দেখান যিনি চামড়ার দাম পাননি। কয়েকজনের কয়েক পিস চামড়ার দাম দিয়ে সারাদেশের চিত্র মেলানো যাবে না।

এদিকে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বিএইচএসএমএ) সভাপতি আফতাব খান বলেছেন, অধিক গরম ও অধিক বৃষ্টি দুটোই কাঁচা চামড়া সংরক্ষণে বাঁধা সৃষ্টি করে। গরম ও বৃষ্টি কাঁচা চামড়ার শত্রু। এবার কোরবানির ঈদে অধিক বৃষ্টি এবং বৃষ্টি কমলে ভ্যাপসা গরম দেখা যাচ্ছে। এর ফলে ১০ শতাংশ চামড়া নষ্ট হতে পারে। তবে, এর বেশি হলে ব্যবসায়ীদের জন্য মহাবিপদ হবে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024