Bangladesh

পিটিয়ে এক বৃদ্ধের হাত ভেঙে দিয়েছে বিএসএফ, ফেটে গেছে মাথা বিএসএফ-এর নির্যাতন
ছবি: সংগৃহিত বিএসএফ-এর নির্যাতনের শিকার বৃদ্ধ এসলাম আলী

পিটিয়ে এক বৃদ্ধের হাত ভেঙে দিয়েছে বিএসএফ, ফেটে গেছে মাথা

Bangladesh Live News | @banglalivenews | 15 Oct 2022, 07:22 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৫ অক্টোবর ২০২২ : বুধবার (১২ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের বাংলাদেশ ভূখণ্ডের দশবিঘি এলাকায় ঢুকে বৃদ্ধ কৃষক এসলাম আলী (৬৫)কে বেদম প্রহার করেন বিএসএফ সদস্যরা। শুক্রবার (১৪ অক্টোবর) হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি আসেন এসলাম আলী।

কৃষক এসলাম আলী বলেন, ‘বাংলাদেশ ভূখণ্ডের দশবিঘি এলাকায় কৃষিজমিতে আমার ছেলে আব্দুর রহিম ও আমি পাট কাটছিলাম। এ সময় সীমান্তের ওপারের ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশ করে রাইফেলের বাট দিয়ে আমাকে ও আমার ছেলেকে ভয়াবহ নির্যাতন করতে থাকে। এতে ভয় পেয়ে আমাকে রেখেই পালিয়ে যায় আমার ছেলে রহিম। একজন বিএসএফ সদস্য রহিমকে ধরার জন্য অনেক দূর দৌড়েও যায়। তাকে ধরতে না পেরে তারা সবাই মিলে আমাকে ইচ্ছামতো পেটাতে থাকে। এতে আমি মাটিতে লুটিয়ে পড়ে অঝোরে কাঁদতে থাকি। কিন্তু তবুও তারা নির্যাতন থামায়নি।’

তিনি বলেন, ‘এ সময় তাদের রাইফেল উল্টো করে ধরে আঘাত করলে আমার বাম হাত ভেঙে ঝুলে যায়। তাদের আরেকজন সদস্য লাঠি দিয়ে মেরে আমার মাথা ফাটিয়ে দেয়। এতে আমার পরনে থাকা লুঙ্গি-গেঞ্জিসহ শরীর রক্তাক্ত হয়ে যায়। তারা পা দিয়েও আমাকে ইচ্ছামতো নির্যাতন করে। পরে তারা চলে যায়। তখনো আমি পাটক্ষেতে রক্তান্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছি। পরে আমার ছেলে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

চোখের পানি মুছতে মুছতে নির্যাতনের শিকার কৃষক এসলাম আলী বলেন, ‘কোনো অপরাধ না করেও আমাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। আমি এর বিচার চাই।’

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, আহত এসলাম আলীকে চিকিৎসা দিয়ে বাড়িতে আনা হয়েছে। এমন ঘটনা কেন ঘটলো তা জানতে বিজিবির সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ রাখছি।

তিনি আরও বলেন, এসলাম আলী অত্যন্ত ভালো মানুষ। তার সঙ্গে এমনটা দুঃখজনক।

এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ হোসেন বলেন, এ ঘটনার পরে ব্যাখ্যা চেয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছিল। বৃহষ্পতিবার পতাকা বৈঠক হয়েছে। তারা জানিয়েছেন, এমন ঘটনা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত। এখন বিএসএফের মধ্যে তো ধর্ম-বর্ণ নির্বিশেষে অনেক ধরনের মানুষ রয়েছে। কেউ হয়তো নিজ ইচ্ছায় এমন কাজ করতে পারেন। তাই তারা জানিয়েছেন বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নির্যাতনের শিকার কৃষক এসলাম আলী উপজেলার মুন্নাপাড়া গ্রামের বাসিন্দা।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024