Bangladesh

নির্বাচন কমিশন বিরোধীদলের বিরোধিতায় ইভিএম থেকে সরে এসেছে : আইনমন্ত্রী বাংলাদেশ
ফাইল ছবি

নির্বাচন কমিশন বিরোধীদলের বিরোধিতায় ইভিএম থেকে সরে এসেছে : আইনমন্ত্রী

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 05 Jul 2023, 03:07 pm

ঢাকা, ৫ জুলাই ২০২৩ : বিরোধীদলের বিরোধিতার কারণে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম থেকে সরে এসেছে।

মঙ্গলবার সংসদে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপি) সংশোধনী বিল পাসের ওপর আলোচনায় অংশ নিয়ে এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, একটি সংসদীয় আসনে ১০০/১৪০টি পোলিং সেন্টার থাকে। সেখানে বলা ছিল ৩/৪টি পোলিং সেন্টারে কোনো সহিংসতা বা অনিয়ম হলে সবগুলো পোলিং সেন্টারের ইলেকশন বন্ধ করে দিতে পারবে। কিন্তু সেটা গণতন্ত্রের পরিপন্থি, জনগণের ভোটাধিকারেরও পরিপন্থি। কারণ বাকিগুলোতে তো কোনো সহিংসতা বা অনিয়ম হয়নি। কেবল এ তিনটায় হয়েছে। এজন্য বলা হয়েছে, যেখানে সহিংসতা বা অনিয়ম হয়েছে সেগুলো বন্ধ হবে। বুঝতে পারছি না কেন ওনারা (বিরোধীদল) বলছেন নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হসিনার সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে জনগণকে যে অঙ্গীকার দিয়েছেন তা পালন করার জন্য সরকার সচেষ্ট উল্লেখ করে মন্ত্রী বলেন, একজন বলেছেন দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেই অন্যরকম।

এটা আমি সাহসের সঙ্গে বলতে পারি, আওয়ামী লীগ সরকারের আন্ডারে যত নির্বাচন হয়েছে, সবগুলোই কিন্তু সব পক্ষ সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে বলেছে। আপনি বলেন সংসদ নির্বাচন, আপনি বলেন সিটি করপোরেশন নির্বাচন, বলেন স্থানীয় সরকার নির্বাচন- সব নির্বাচন সুষ্ঠু হয়েছে।


আনিসুল হক বলেন, যে সংশোধনী নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে সেটা ১৯৭২ এর আরপিওতে ছিল না। বর্তমান নির্বাচন কমিশন এ সংশোধনীর প্রস্তাবটি করেছিল। কিন্তু মন্ত্রিসভায় যখন এটা যায় তখন ‘গণতন্ত্র পরিপন্থি’ সেই জায়গাটি সংশোধন করা হয়েছে।

নমিনেশনপত্র জমা দেওয়ার আগের দিন পর্যন্ত ঋণ পুনঃতফসিল বা পরিশোধের বিধান প্রসঙ্গে তিনি বলেন, ঋণখেলাপি ব্যাংকে যেন টাকা ফেরত আসে এবং অর্থঋণ আদালতের উদ্দেশ্য যাতে প্রতিপালিত হয় তার জন্য এটা করা হয়েছে। তাদের উৎসাহিত করার জন্য এটা করা হয়েছে।

সংসদ নির্বাচনে ইভিএম বাতিল প্রশ্নে তিনি বলেন, ইভিএম কিন্তু বিরোধীদল গ্রহণ করতে চায়নি। যেহেতু বিরোধীদল গ্রহণ করতে চায়নি, স্বাধীন ইলেকশন কমিশন সেই চিন্তাভাবনা করেই বলেছে ইভিএমে নির্বাচন হবে না। এক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের কী দোষ, সেটা বুঝতে পারলাম না।

৯১ এ অনুযায়ী বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন কমিশন ভোটকেন্দ্র বা পুরো নির্বাচন বাতিল করার ক্ষমতা রাখে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ কথাটা কিন্তু জনগণকে বিভ্রান্ত করার জন্য বলা হচ্ছে। অনুরোধ করবো যেন এরকম বিভ্রান্তিকর কথা যেন বিরোধীদল না বলে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024