Bangladesh

নির্বাচনকালীন সরকার ছোট হবে: কাদের

নির্বাচনকালীন সরকার ছোট হবে: কাদের

Bangladesh Live News | @banglalivenews | 13 May 2018, 11:03 am
ঢাকা, মে ১৩ঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বলেছেন যে নির্বাচনকালীন সরকার ছোট হবে।

তবে, উনি পরিষ্কারভাবে বলতে পারেনি যে  কত সদস্যের হবে এই সরকারে।

 

সাংবাদিকদের সাথে আজ কথা বলবার সময়, কাদের বলেনঃ 'নির্বাচনকালীন সরকার কত সদস্যের হবে সেটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে সাইজটা ছোট হবে, এত বড় কেবিনেট থাকবে না।'

 

অক্টোবর মাসের মাঝামাঝি বাংলাদেশে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা এবং ডিসেম্বরের মাঝামাঝি নির্বাচন হবে।

 

এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। ঘোষণাটি অবশ্য নির্বাচন কমিশন কার্যালয় থেকে আসার কথা। কিন্তু ইঞ্জিনিয়ার মোশাররফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই হওয়ায় তার এই ঘোষণাকে সংশ্লিষ্ট সবাই গুরুত্বের সঙ্গে নিয়েছেন।


শনিবার (১২ মে) দুপুরে মানিকগঞ্জের ঘিওর কলেজ মাঠে জেলা পরিষদ টাওয়ার উদ্বোধন উপলক্ষে এক সমাবেশে তিনি বলেন, ‘নির্বাচনি খেলার মাঠে আমরা দুর্বল টিম নিয়ে খেলতে যাবো না। সেজন্য আমরা চাই, নির্বাচনে বিএনপিও আসুক।’

 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারামুক্ত করার ব্যাপারে তিনি বলেন, ‘তাকে মুক্ত করার ক্ষমতা আওয়ামী লীগ কিংবা সরকারের নেই। একমাত্র আইন ও আদালতই তাকে কারামুক্ত করতে পারে।’


বিএনপির নেতাদের উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘তারা বলছে, খালেদা জিয়াকে মুক্ত না করে নির্বাচনে যাবে না। মুক্ত করার পথ কী? একজন সাজাপ্রাপ্ত, দন্ডপ্রাপ্ত ব্যক্তিকে মুক্তি করার পথ, আইন। আইনের আশ্রয় নেওয়া ছাড়া আর কোনও পথ নেই। খালেদা জিয়াকে যদি আপনারা মুক্ত করতে চান, আইনি ব্যবস্থায় যান, সুপ্রিম কোর্টে যান।’ একই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করেন আপনারা, এটা আমরাও চাই। আমরাও চাই, আপনাদের নেত্রী নির্বাচন করুক। নির্বাচনে খেলাটা জমুক।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024