Bangladesh

সাভারের ট্যানারি শিল্প বন্ধ করতে চায় পরিবেশ অধিদপ্তর সাভারের ট্যানারি
ফাইল ছবি সাভারের ট্যানারি শিল্প

সাভারের ট্যানারি শিল্প বন্ধ করতে চায় পরিবেশ অধিদপ্তর

Bangladesh Live News | @banglalivenews | 11 Feb 2022, 06:00 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১১ ফেব্রুয়ারি ২০২২: পরিবেশ দূষণের দায়ে সাভারের চামড়া শিল্পনগরী বন্ধ করতে চায় পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সুপারিশে শিগগিরই ট্যানারি শিল্প বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে অধিদপ্তর। শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলাসহ অন্যান্য প্রক্রিয়া অনুসরণ করে শিগগিরই ট্যানারি শিল্প বন্ধ করা হবে। বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, নাজিম উদ্দিন আহমেদ, জাফর আলম, খোদেজা নাসরিন আক্তার হোসেন এবং মো. শাহীন চাকলাদার অংশ নেন।

বৈঠকের পর কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, ট্যানারি শিল্প কেন বন্ধ করা হবে না এই বিষয়ে পরিবেশ অধিদপ্তর থেকে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা ওই নোটিশের জবাব দিয়েছে এবং কিছু পরিকল্পনার কথা জানিয়েছে। তাদের ওই জবাব আমাদের কাছে সন্তোষজনক মনে হয়নি। এজন্য আমরা ট্যানারি বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলেছি। পরিবেশমন্ত্রী এ বিষয়ে শিল্পমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। এটি শিল্প মন্ত্রণালয়ের অধীনে না হলেও সিদ্ধান্তটি জানিয়ে রাখবেন। এরপর পরিবেশ অধিদপ্তর ট্যানারি শিল্প বন্ধের পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত হচ্ছে এটা চলতে পারে না। এখন যেভাবে আছে তা চলতে দেওয়া যাবে না। আমাদের উদ্বেগের বিষয় হচ্ছে সলিড ওস্টেটের। সেখানে এটা ট্রিটমেন্টের কোনো ধরনের সুযোগসুবিধা নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে প্রায় ১২৫টি ইউনিট আছে, এর মধ্যে ২৪টি ইউনিট ব্যক্তিগতভাবে আবেদন করেছে। তারা জানিয়েছে তাদের ট্রিটমেন্ট ফ্যাসিলিটি আছে। সেটা আমরা দেখবো। সেগুলো নিয়মের মধ্যে পড়লে সেগুলো বিবেচনা করা যেতে পারে। পরিবেশ অধিদপ্তর তার বিদ্যমান আইনের অধীনে সব প্রক্রিয়া অনুসরণ করেই ট্যানারি শিল্প বন্ধ করবে বলে তিনি জানান।

এর আাগে গত ২৩ আগস্ট সংসদীয় কমিটি পরিবেশ দূষণের দায়ে ট্যানারি শিল্প বন্ধের সুপারিশ করে। পরে পরিবেশ অধিদপ্তর থেকে তাদের চিঠি দিয়ে কারণ দর্শানো হয়। তবে ওইচিঠির জবাব সন্তোষজনক হয়নি বলে বৃহস্পতিবারের বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি জানান।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024