Bangladesh

অপহরণের পর মুক্তিপণ দাবি, রাজধানীতে নারীসহ গ্রেফতার ৫ অপহরণ
সংগৃহিত আটক অপহরণকারি দলের সদস্যরা

অপহরণের পর মুক্তিপণ দাবি, রাজধানীতে নারীসহ গ্রেফতার ৫

Bangladesh Live News | @banglalivenews | 07 Apr 2023, 09:16 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৭ এপ্রিল ২০২৩: রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকা থেকে অপহরণকারী চক্রের মূলহোতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব-৪। এ সময় অপহৃত রাশিদুস সাবরু নিলয় নামে ২৪ বছর বয়সী এক যুবককে উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মাজহারুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন আতিয়া ইসলাম টিনা ওরফে নীলা (২২), রবিন মাহমুদ (২২), আসিফ আহমেদ (২০), শারমিন (২৬) ও জাকির হোসেন (২৪)।

র্যাব কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, গত ৪ এপ্রিল ভুক্তভোগী নিলয়ের বাবা র্যাব-৪ এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, কিছু দুষ্কৃতিকারী তার ছেলে রাশিদুস সাবরু নিলয়কে অপহরণের পর আটক রেখে নির্যাতন করছে। মোবাইলের মাধ্যমে ছবি পাঠিয়ে নগদ ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে তারা।

অভিযোগের পর রাজধানীর দক্ষিনখান থানাধীন ফায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে অপহৃত যুবক নিলয়কে উদ্ধার করে র্যাব সদস্যরা এবং চক্রের মূলহোতাসহ পাঁচজনকে গ্রেফতার করে।

র্যাব কর্মকর্তা আরও বলেন, অপহৃত নিলয় সাভার থানাধীন রেডিও কলোনি এলাকার বাসিন্দা। অপহরণকারী চক্রের মূলহোতা আতিয়া ইসলাম নীলার সঙ্গে ২০১৭ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় তার। পরিচয়ের ২ থেকে ৩ মাস পর নিলয়ের পরিবার বাসা পরিবর্তন করলে তাদের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

গত ২৬ মার্চ আতিয়া ইসলাম ওরফে নীলা নিলয়ের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও কুশলাদি বিনিময়ের এক পর্যায়ে দেখা করতে চান। পরে নিজ বাসায় দাওয়াতের নাম করে নিয়ে গিয়ে অন্যান্যের সহযোগিতায় আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন শুরু করে নিলয়কে।

তিনি বলেন, পরবর্তীতে ভুক্তভোগীর বাবার কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেয়। তার বাবা কোনো উপায়ন্তর না পেয়ে র্যাব-৪ বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে পরে অভিযান চালানো হয়।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024