Bangladesh

রাশিয়া-ইউক্রেন থেকে বাংলাদেশে আসে যেসব খাদ্যশস্য খাদ্যশস্য আমদানি
প্রতীকী ছবি

রাশিয়া-ইউক্রেন থেকে বাংলাদেশে আসে যেসব খাদ্যশস্য

Bangladesh Live News | @banglalivenews | 03 Mar 2022, 02:55 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৩ মার্চ ২০২২: বিশ্বের বিভিন্ন দেশ থেকে খাদ্যশস্য আমদানি করে বাংলাদেশ। এর মধ্যে অন্যতম দুটি দেশ রাশিয়া ও ইউক্রেন।

খাদ্যশস্যের মধ্যে সবচেয়ে বেশি আমদানি হয় গম। আরও আছে সরিষা, মসুর ডাল, মটরের ডাল ও তিসি দানা। দেশের বাজারে এসব পণ্যের কোনোটিরই সংকট এখনো তৈরি হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, যদি কোনো সংকট তৈরি হয় সেটাও একমাস পর হতে পারে। আর বাংলাদেশ এসব পণ্য আমদানিতে শুধু এই দুটি দেশের ওপর নির্ভরশীল না। সহসাই তাই সংকট হওয়ার সুযোগ নেই। তবু আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাত দেখিয়ে ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করছেন পণ্য।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর চট্টগ্রামের বাজারে সপ্তাহের ব্যবধানে আমদানি করা মণপ্রতি গমের দাম বেড়েছে ১৬০ থেকে ১৭০ টাকা। এছাড়া সরিষার দাম বেড়েছে মণপ্রতি ৮০০ থেকে ৯০০ টাকা, মসুর ডাল ২০০ থেকে ২৫০ টাকা, মটর ডাল মণপ্রতি ২০০ টাকা পর্যন্ত।

আমদানি-রপ্তানি সংশ্লিষ্টরা বলছেন, দেশ দুটি থেকে প্রায় একই রকম খাদ্যশস্য আমদানি করে বাংলাদেশ। খাদ্যশস্যের মধ্যে রাশিয়া ও ইউক্রেন থেকে সবচেয়ে বেশি আমদানি করা হয় গম। এছাড়া আমদানির তালিকায় রয়েছে- সরিষা, রাইসরিষা, মসুর ডাল, তিসি দানা এবং মটরের ডাল। তবে এসব খাদ্যশস্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশ শুধু রাশিয়া ও ইউক্রেনের ওপর নির্ভরশীল না।

তবে দাম ও যোগানে যাতে প্রভাব না পড়ে, সেজন্য এখন থেকে বিকল্প দেশ থেকে আমদানির জন্য উদ্যোগী হতে আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে চট্টগ্রাম সমুদ্রবন্দর হয়ে রাশিয়া থেকে গম আমদানি করা হয় ১৪ লাখ ৯৮ হাজার ৩১৬ টন। অন্যদিকে ইউক্রেন থেকে ২০২০-২১ অর্থবছরে চট্টগ্রাম সমুদ্রবন্দর  হয়ে গম আমদানি করা হয় ১১ লাখ ১২ হাজার ৬৫৬ টন।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024