Bangladesh

রোহিঙ্গা নির্যাতনে আইসিসিকে সব ধরনের সহায়তার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ
পি আই ডি বাংলাদেশ

রোহিঙ্গা নির্যাতনে আইসিসিকে সব ধরনের সহায়তার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 05 Jul 2023, 05:56 pm

ঢাকা, ৫ জুলাই ২০২৩ : রোহিঙ্গা নির্যাতনের ঘটনা তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) সব ধরনের সহায়তা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইসিসির কৌঁসুলি করিম এ. এ. খানের সঙ্গে বৈঠকে তিনি এই আশ্বাস দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে আইসিসির কাজের প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী। ৪ থেকে ৭ জুলাই পর্যন্ত চারদিনের সফরে দ্বিতীয়বারের মতো ঢাকায় এসেছেন করিম খান। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে পাঁচদিনের সফরে বাংলাদেশে এসেছিলেন তিনি।

আজ বুধবার (৫ জুলাই) এবং আগামীকাল বৃহস্পতিবার (৬ জুলাই) তিনি কক্সবাজারে থাকবেন। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মাদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইসিসির প্রধান কৌঁসুলি এবার বাংলাদেশে এসে রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধ হয়েছে কি না, সেটি তদন্ত করে জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দেবেন। রোম সনদ অনুযায়ী, রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতাবিরোধী অপরাধ হয়েছে কি না, সেটার তদন্ত করছে আইসিসি। রোম সনদের অন্যতম স্বাক্ষরকারী দেশ বাংলাদেশ। তবে মিয়ানমার রোম সনদে সই করেনি। দেশটি আইসিসির তদন্তের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিল।

রোহিঙ্গা বিতাড়নের মধ্যদিয়ে মানবতাবিরোধী অপরাধ তদন্তে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের জন্য বাংলাদেশে কাজ করার বিষয়ে আন্তর্জাতিক এ আদালত একটি সমঝোতা সই করেছে। রোম সনদ অনুযায়ী, পৃথিবীর যে কোনো প্রান্তে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হলে তার তদন্ত করে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আইসিসি। তদন্ত শেষে আইসিসি অভিযুক্তদের বিচারের জন্য আদালতে হাজির করে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024