Bangladesh

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের চিরবিদায় মাহবুব তালুকদার
ফাইল ছবি সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের চিরবিদায়

Bangladesh Live News | @banglalivenews | 25 Aug 2022, 05:14 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৫ আগস্ট ২০২২: সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ তথ্য নিশ্চিত করে তার মেয়ে আইরিন মাহবুব বলেন, বুধবার দুপুর ১২টার দিকে মাহবুব তালুকদার অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা ১টার দিকে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

নির্বাচন ও নির্বাচন কমিশনের কার্যক্রম এবং স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে আলোচনায় ছিলেন সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। প্রায়ই তিনি অন্য কমিশনারদের সঙ্গে দ্বিমত পোষণ করতেন। দিতেন নোট অব ডিসেন্টও।

কর্মজীবনে মাহবুব তালুকদার ছিলেন দক্ষ আমলা। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। কবি ও শিশুসাহিত্যিক হিসেবেও তার পরিচিতি রয়েছে। ২০১২ সালে শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য ‘বাংলা একাডেমি পুরস্কার’ অর্জন করেন। ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের কমিশনার নিয়োগ পান।

কমিশনারের দায়িত্ব থেকে মাহবুব তালুকদার সাবেক হয়েছেন গত ১৫ ফেব্রুয়ারি। এরপর তিনি খুব বেশি জনসমক্ষে আসেননি। দায়িত্ব শেষ করার পর প্রায় ছয় মাসের অধিকাংশ সময়ই অসুস্থতায় কেটেছে মাহবুব তালুকদারের। বুধবার (২৪ আগস্ট) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক এ নির্বাচন কমিশনার।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘একজন বিবেকবান ব্যক্তির চিরপ্রস্থান। তিনি বক্তব্য, বিবৃতি ও দ্বিমত জানিয়ে ইসি গরম রাখতেন। আজ মাহবুব তালুকদার হিমঘরে। আমরা সত্যিই একজন বোধসম্পন্ন ব্যক্তিত্বকে হারালাম।’

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘মাহবুব তালুকদার গত নির্বাচন কমিশন ও দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে অনেক সমালোচনা করেছেন, যা আমাদের কাছে গণতান্ত্রিক চর্চা বলেই মনে হয়েছে। এখন এ ধরনের কোনো কমিশনার দেখছি না।

মাহবুব তালুকদার যে কমিশনের কমিশনার ছিলেন, সেই সময়ে ইসির সচিব ছিলেন মো. আলমগীর। তিনি বর্তমানে নির্বাচন কমিশনার। মো. আলমগীর বলেন, ‘স্যার অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন। তিনি বিভিন্ন সময় নানা সমালোচনা করলেও ব্যক্তিগতভাবে কারও সঙ্গে কোনো শক্রতা ছিল না।’

এদিকে, মাহবুব তালুকদারের মৃত্যুতে বাংলাদেশ নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। পৃথক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানানো হয়।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024