Bangladesh

ঢাকার গোপীবাগে ‍বেনাপোল এক্সপ্রেসে আগুন, ৪ জনের মৃত্যু বেনাপোল এক্সপ্রেস
ছবি: সংগৃহিত

ঢাকার গোপীবাগে ‍বেনাপোল এক্সপ্রেসে আগুন, ৪ জনের মৃত্যু

Bangladesh Live News | @banglalivenews | 06 Jan 2024, 01:55 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৬ জানুয়ারি ২০২৪ : রাজধানীর গোপীবাগে 'বেনাপোল এক্সপ্রেসে' আগুনের ঘটনায় দুই শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আগুনে আন্তঃনগর ট্রেনটির অন্তত পাঁচটি বগি পুড়ে গেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ট্রেনে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

ট্রেনটি যশোরের বেনাপোল থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছার কিছুক্ষণ আগে রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগে।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, "গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসের পাঁচটি বগিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বগিগুলো সম্পূর্ণ পুড়ে গেছে।"

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার জানিয়েছেন বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসে (৭১৫) আগামী রবিবার (৭ জানুয়ারি) পর্যন্ত বন্ধ থাকবে। সোমবার (৮ জানুয়ারী) থেকে পুনরায় চলাচল শুরু করবে আন্তঃনগর ট্রেনটি।

ছবি: সংগৃহিতছবি: সংগৃহিত

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সাতটি ইউনিটের প্রচেষ্টায় রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

ছবি: সংগৃহিতছবি: সংগৃহিত

প্রধানমন্ত্রী আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন।

ছবি: সংগৃহিতছবি: সংগৃহিত

বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকান্ডকে নাশকতা বলছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খ. মহিদ উদ্দিন বলেছেন, "পরিকল্পিতভাবে ট্রেনটিতে আগুন দেওয়া হয়েছে। এটা নাশকতা, তা স্পষ্ট।"

গোপীবাগ ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ঢাকা বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী সৌমিক শাওন কবিরের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

শনিবার বিষয়টি নিশ্চিত করে রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান বলেন, কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

ছবি: সংগৃহিতছবি: সংগৃহিত

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার জানান, বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস (৭১৫) আগামী রোববার (৭ জানুয়ারি) পর্যন্ত বন্ধ থাকবে। সোমবার (৮ জানুয়ারি) থেকে এই আন্তঃনগর ট্রেনটির চলাচল আবার শুরু হবে।

রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেনাপোল এক্সপ্রেসের অগ্নিকাণ্ডের ঘটনা ছাড়াও গত ২৮ অক্টোবর থেকে দেশের বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা চারটি ট্রেনে আগুন দিয়েছে এবং রেললাইন কেটেছে। রেললাইনে আরও ১৯টি অগ্নিসংযোগ ও আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024