Bangladesh

৩৭৬৫০ টন কয়লা নিয়ে পায়রায় ভিড়লো চতুর্থ জাহাজ পায়রা বন্দর
ছবি: সংগৃহিত

৩৭৬৫০ টন কয়লা নিয়ে পায়রায় ভিড়লো চতুর্থ জাহাজ

Bangladesh Live News | @banglalivenews | 10 Jul 2023, 09:34 pm

ঢাকা, ১০ জুলাই ২০২৩ : পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সংকট নিরসনে ৩৭ হাজার ৬৫০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি ওয়াই এম সামিট নামের আরও একটি বিদেশি জাহাজ বন্দরে ভিড়েছে। এ নিয়ে কয়লাবাহী চতুর্থ জাহাজ পায়রা সমুন্দবন্দরে নোঙর করলো।

রোববার বিকেল ৪টায় জাহাজটি পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায়। পরে জাহাজটিকে ইনার অ্যাংকারেজে নেওয়া হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

পায়রা বন্দর সূত্রে জানা যায়, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার পর বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অব্যাহত রাখতে কয়লা নিয়ে আসা এটি চতুর্থ জাহাজ। জাহাজটির দৈর্ঘ্য ১৯৯ দশমিক ৯০ মিটার, প্রস্থ ৩২ দশমিক ২৬ মিটার এবং গভীরতা ৯ দশমিক ৫০ মিটার। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এ জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে এক সপ্তাহ আগে পায়রার উদ্দেশ্যে ছেড়ে এসেছে। সোমবার সকালে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেওয়া হবে এবং সেখানেই কয়লা খালাস করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার ৩৬ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি জাদোর নামের তৃতীয় জাহাজ পায়রায় পৌঁছে। এরও আগে গত ২২ জুন ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি এ্যাথেনা পায়রা বন্দরে ভিড়ে। ওই কয়লা দিয়ে ২৫ জুন বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যায়। এরপর গত ২ জুলাই ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি পাভো ব্রেভ নামের আরেকটি জাহাজ বন্দরে নোঙর করে। গত ৫ জুন কয়লা সংকটে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024