Bangladesh

মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামি গ্রেফতার পলাতক আসামি গ্রেফতার
সংগৃহিত র‌্যাবের হাতে আটক পলাতক আসামি জাফর আলী

মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামি গ্রেফতার

Bangladesh Live News | @banglalivenews | 11 May 2023, 09:26 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১১ মে ২০২৩: মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামি জাফর আলীকে (৭১) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৯ মে) রাজধানীর বাড্ডার সাঁতারকুলের আলী নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার র‌্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) ও জ্যেষ্ঠ এএসপি মো. ফজলুল হক জানান, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে মো. জাফর আলীসহ অন্যান্য যুদ্ধাপরাধী মানবতাবিরোধী অপরাধে সরাসরি সম্পৃক্ত ছিলেন।

একাত্তরের ২৩ মে রাতে ১৫-১৬ জন সশস্ত্র রাজাকার ও ৫-৬ জন পাকিস্তানি আর্মি নিয়ে ময়মনসিংহের ফুলপুর থানাধীন মৈশাকান্দা গ্রামের স্বাধীনতাকামী, মুক্তিযুদ্ধের পক্ষের এবং এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনদের নিরযাতন করেন জাফর আলী। এছাড়া ১০-১২টি বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ করেন।

ঘটনার বিষয়ে তিনি বলেন, ১৯৭১ সালের ৪ আগস্ট ফুলপুর থানা শান্তি কমিটির চেয়ারম্যান ও রাজাকার রজব আলী ফকিরের নেতৃত্বে জাফর আলী ফুলপুরের পূর্ব বাখাই ও পশ্চিম বাখাই এলাকার স্বাধীনতাকামী এবং আওয়ামী লীগ সমর্থিত নিরীহ হিন্দু সম্প্রদায়ের লোকদের বাড়িঘর লুটপাট করেন। এছাড়া ৯-১০ জনকে কংশ নদীর শর্চাপুর ঘাটে নিয়ে গুলি করে হত্যা করা হয়।

র‌্যাব জানায়, ২০১৭ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জাফর আলীর বিরুদ্ধে একটি মামলা হয়। এরপর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

সর্বশেষ শিরোনাম

রাত থেকেই ঢাকায় বৃষ্টি, ৮ বিভাগে অব্যাহত থাকতে পারে Fri, Dec 08 2023

মির্জা ফখরুলকে জামিন দিতে রুল Fri, Dec 08 2023

৩৩৮ ওসি-১১০ ইউএনও বদলির অনুমোদন Fri, Dec 08 2023

জাপার সঙ্গে বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়নি : কাদের Thu, Dec 07 2023

টাইপিংয়ে ভুল, সংসদে পাস হওয়া শ্রম আইন ফেরত পাঠালেন রাষ্ট্রপতি Thu, Dec 07 2023

হরতাল-অবরোধে ককটেলের ব্যবহার বেড়েছে: হাতেনাতে গ্রেফতার ৩৪ Thu, Dec 07 2023

গোপালগঞ্জে দুদিন থাকবেন শেখ হাসিনা Thu, Dec 07 2023

এককভাবে লাঙ্গল নিয়ে নৌকার সঙ্গে যুদ্ধে নেমেছি: জাপা মহাসচিব Thu, Dec 07 2023

দলীয় নেতাকর্মীদের নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই Thu, Dec 07 2023

সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে বিএনপি: কাদের Thu, Dec 07 2023