Bangladesh

বাংলাদেশ লড়াই চালাচ্ছে জিকাকে দূর রাখতে

বাংলাদেশ লড়াই চালাচ্ছে জিকাকে দূর রাখতে

| | 11 Feb 2016, 12:40 pm
ঢাকা, ফেব্রুয়ারি ১১- পৃথিবীর বহু দেশ যখন জিকা ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালাছে, সেই মুহূর্তে বাংলাদেশ সরকার দেশের মানুষকে আশ্বাস দিয়েছেন যে তারা এই বিষয় নিয়ে আতঙ্কিত বা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

মশাবাহিত জিকা ভাইরাসটি লাতিন আমেরিকার দেশগুলোতে বেশ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে।

 

এই রোগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, আগামী দিনে মার্কিন কংগ্রেসের কাছে ১৮০ কোটি ডলারের জরুরি তহবিল চাইতে চলেছে ওবামা প্রশাসন, সেই দেশের সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে।

 

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দেশের মানুষকে বলেছেন  এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে সরকার সব দায়িত্ব নিয়েছেন।

 

"যে কোনো রোগী চিহ্নিত হলে সমস্ত চিকিৎসা ব্যয় আমরাই দেব," মন্ত্রী বলেন।

 

উনি আরও বলেনঃ " জনগণের প্রতি আহ্বান, আপনারা আশ্বস্ত থাকুন।"

 


"এই ভাইরাস দেশে কোনোভাবেই সংক্রমিত হতে পারবে না," মন্ত্রী বলেন।

 

লাতিন আমেরিকার দেশগুলোতে চিকিৎসকেরা লক্ষ্য রাখছেন যে সদ্যোজাত শিশু কিংবা মায়ের দেহে জিকা ভাইরাসের সংক্রমণ দেখা যাচ্ছে কি না।

 

তবে সমস্যা হল এই রোগের বিষয় বেশি তথ্য এখনও পাওয়া যায়নি।

 

রোগের নেই কোনও প্রতিষেধকও।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিছুদিন আগে জিকা ভাইরাসের সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে পৃথিবীজুড়ে জরুরি অবস্থার ঘোষণা করেছেন।

 

এই মুহূর্রবার চেষ্টা চলছে এই রোগের বিরুদ্ধে লড়বার জন্য  প্রতিষেধক তৈরি করবার।

 

বিশ্বব্যাপী আশঙ্কা করা হয়েছে যে চলতি বছর ৪০ লাখের মতো মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হতে পারেন।

 

Image: UN
 

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024