Bangladesh

গুলিস্তান বিস্ফোরণ: হাসপাতালে আহত ১ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ২১
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৯ মার্চ ২০২৩ : রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিষ্ফোরণের ঘটনায় আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১।
ওই আহত ব্যক্তি বুধবার (৮ মার্চ) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইয়ুব হোসেন জানিয়েছেন মৃতের নাম মো. মুসা (৪৫), তিনি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাসিন্দা। বিস্ফোরণে তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়ে যায়।
বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মোট ১২ জনকে ভর্তি করা হয়, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার বিকেল ৪টে ৫০ মিনিট নাগাদ ঢাকার গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।এতে ওই ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়, এবং ওই ভবনের দুই পাশে আরও দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়।
এই ঘটনায় মঙ্গলবারই ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়, এবং তিনজনের নিখোঁজ থাকার কথা জানানো হয়।
বুধবার বিকালে আরো দুজনের দুজনের লাশ উদ্ধার করা হয়। বিস্ফোরণে আহত অর্ধশতাধিক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।