Bangladesh

হরিজন সম্প্রদায়ের চাকরি স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবি হরিজন
ছবি: সংগৃহিত হরিজন সম্প্রদায়ের অনশন কর্মসূচী

হরিজন সম্প্রদায়ের চাকরি স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবি

Bangladesh Live News | @banglalivenews | 24 Sep 2022, 11:43 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২২ : সিটি করপোরেশন বা পৌরসভায় কর্মরত হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্নতাকর্মীদের চাকরি স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধিসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব দাবি জানান।

সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, ‘হরিজন সম্প্রদায় সিটি করপোরেশন বা পৌরসভার প্রথম কর্মচারী হওয়া সত্ত্বেও আমাদের চাকরি আজও অস্থায়ী। তাই পরিচ্ছন্নতাকর্মীদের চাকরি স্থায়ীকরণ করতে হবে এবং সব ক্ষেত্রে আউটসোর্সিং বা ঠিকাদার কর্তৃক নিয়োগ, অনিয়ম ও বাণিজ্য বন্ধ করে সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী ঝাড়ুদার, ক্লিনার, সুইপার (পরিচ্ছন্নতাকর্মী) পদে ৮০ শতাংশ কোটা বাস্তবায়ন করতে হবে এবং ২০তম গ্রেডের পরিচ্ছন্নতাকর্মী পদের পদন্নতি দিতে হবে।’

তারা আরও বলেন, আমাদের বেতন কাঠামো এক হাজার দুইশ টাকা হতে ছয় হাজার টাকা, যা একটি পরিবার কোনো ভাবেই চলতে পারে না। বর্তমান বাজার মূল্যবৃদ্ধি বিবেচনা করে একজন পরিচ্ছন্নতাকর্মীর পৌরসভাতে সর্বনিম্ন বেতন ১৫ হাজার এবং সিটি করপোরেশনে সর্বনিম্ন ২২ হাজার টাকা দিতে হবে। মূল বেতনের সমপরিমাণ দুটি উৎসব ভাতা দিতে হবে। হরিজনদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য স্বাস্থ্য বিমা চালু করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। তিনি বলেন, ‘বাংলাদেশে বসবাসরত এক বিশাল জনগোষ্ঠী হরিজন। তারা পেশাগত কারণে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বহুমুখী ঘৃণিত, বৈষম্য ও বঞ্চনার শিকার। অথচ তারা আমাদের সেবা দিয়ে আসছে।’

তিনি বলেন, ‘আমি এই পরিচ্ছন্নকর্মীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন করছি, আমরা তাদের প্রতি চিরতরে ঘৃণা-বৈষম্য থেকে মুক্তির জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024