Bangladesh

হাতিরঝিলে বিজয় দিবসের মিলন মেলা মিলন মেলা | হাতিরঝিল
সংগৃহিত বিজয় উৎসব উপলক্ষে হাতিরঝিলে মিলন মেলা

হাতিরঝিলে বিজয় দিবসের মিলন মেলা

Bangladesh Live News | @banglalivenews | 17 Dec 2022, 04:57 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২২: মহান বিজয় দিবস উপলক্ষে আনন্দ-উৎসবে মাতে পুরো বাংলাদেশ। অলিগলি থেকে রাজপথ, প্যারেড গ্র্যাউন্ড, পার্ক-বিনোদন কেন্দ্রসহ সব জায়গাতেই লেগে থাকে তারুণ্যের উচ্ছ্বাস।

শত মানুষের ভিড়ে উৎসবমুখর পরিবেশে চলছে বিজয়োল্লাস। বাড়ি, গাড়িসহ সরকারি-বেসরকারি ভবনেও দেখা গেছে লাল-সবুজের পতাকা। এমন উৎসবমুখর বর্ণিল আয়োজনে বাদ যায়নি রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র হাতিরঝিলও। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়ে পুরো দেশে।

এ আনন্দ ভাগাভাগি করে নিতে কেউ আসেন পরিবার, স্ত্রী সন্তান নিয়ে, কেউবা বন্ধু বা প্রিয়জনকে নিয়ে। ছোট থেকে মাঝ বয়সী অনেকেই মাথায় পড়েন পতাকার ব্যান্ড, কেউ কেউ রাঙিয়েছেন হাত বা গালে বিজয়ের বার্তা।

সকাল থেকেই হকারদের হাতে হাতে দেখা গেছে পতাকা, বেলুন, পতুল, বাঁশি আর খেলনা। এছাড়াও ছোট-বড় রেস্টুরেন্টগুলোতেও মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। বিজয় উল্লাসের দিনে এমনভাবেই ছেয়ে যায় রাজধানীর অন্যতম এ বিনোদন কেন্দ্রটি।

পাঁচ বন্ধুদের সাথে বিকেলে হাতিরঝিলে আসেন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূসরাত ফারজানা। তিনি বলেন, অন্য সব দিন ক্লাস-পরীক্ষা লেগেই থেকে। আজ আমাদের বিজয় দিবস, তাই লাল সবুজের শাড়ি পরে হাতিরঝিলে বিজয় দিবস উদযাপন করতে এসেছি। তবে এখানে মানুষ আর মানুষ, যেখানে পা ফেলার জায়াগা নেই।

অন্যদিকে বিজয়ের আনন্দে নতুন মাত্রা যোগ করে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি। বিশেষ দিবসটি উপলক্ষে যাত্রী পারাপার বন্ধ রেখে ৩০ মিনিটের নৌ ভ্রমণ প্যাকেজ চালু করে হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি কর্তৃপক্ষ। মহান বিজয় দিবস উপলক্ষে যাত্রী পারাপার বন্ধ রেখে হাতিরঝিল পানি পথ ঘুরার প্যাকেজ চালু করা হয়। এক্ষেত্রে ৩০ মিনিটের জন্য জনপ্রতি ৮০ টাকা করে ভাড়া নির্ধারণ করা হয়।

১৯৭১ সালের ১৬  ডিসেম্বর বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙে গ্রহণ করে প্রথম স্বাধীনতার স্বাদ। এ দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়েই অর্জিত হয় এ বিজয়।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024