Bangladesh

হজের খরচ কমাতে সরকারের সঙ্গে কথা বলতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ হজ
প্রতীকী ছবি

হজের খরচ কমাতে সরকারের সঙ্গে কথা বলতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ

Bangladesh Live News | @banglalivenews | 16 Mar 2023, 03:31 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৬ মার্চ ২০২৩ : হজ প্যাকেজের খরচ কমানোর জন্য সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া হজের ট্যাক্স সরকার চাইলে কমাতে পারেন বলেও মন্তব্য করেন আদালত।

বুধবার (১৫ মার্চ) হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া ‘হজ প্যাকেজ ২০২৩’ সংশোধন করে পুনরায় নির্ধারণের বিষয়ে করা রিটের শুনানি এক সপ্তাহর জন্য মুলতবি করা হয়।

হাইকোর্ট বলেন, আমাদের দেশের বেশীরভাগ মানুষ মধ্যবিত্ত। মুসলিম হিসেবে তাদের সবারই ইচ্ছা থাকে জীবনে একবার হলেও হজ করার।

এই বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারের পক্ষে যতোটুকু সম্ভব হজ প্যাকেজের খরচ কমানোর জন্য কথা বলতে অ্যাটর্নি জেনারেলকে মৌখিক নির্দেশনা দেন হাইকোর্ট।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী গাজী মোহাম্মদ মহসিন। একই সঙ্গে ছিলেন রিটকারী আইনজীবী আশরাফ-উজ-জামান। এছাড়া সহযোগিতা করেন অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী, অ্যাডভোকেট মুহাম্মদ সাইদুর রহমান, অ্যাডভোকেট ইয়াছিন আলফাজ, অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আওলাদ হোসেন।

অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী জাগো নিউজকে জানান, শুনানিতে রিটকারী আইনজীবী বলেন, সচরাচর যে ভাড়া নেওয়া হয়, বাস্তবে হজের প্লেন ভাড়া তার চেয়ে বেশি। এছাড়া সৌদি আরবে হাজিদের বাড়ি ভাড়াও ধরা হয়েছে বেশি। হজের মোয়াল্লেম ফিসহ সৌদি সরকার কর্তৃক নির্ধারিত চার্জের চেয়ে বেশি ধরা হয়েছে। এছাড়া হজযাত্রীদের জন্য মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সরকার যে ভর্তুকি (সাবসেডি) দিয়ে হাজিদের জন্য খরচ ধরেছে, সেখানে আমাদের হজযাত্রীদের জন্য তার চেয়েও বেশি অর্থ ধরা হয়েছে।

এসময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন বলেন, ডলার এবং সৌদি রিয়ালের দাম বেড়ে যাওয়ায় সরকারকে বাধ্য হয়ে হজ প্যাকেজের খরচ নির্ধারণ করতে হয়েছে, তাই টাকা বেশি মনে হচ্ছে। হাজিদের নিয়ে প্লেন সৌদি যাওয়ার পর সেখান থেকে ফ্লাইটগুলো খালি আসে। আবার ফিরিয়ে আনার সময় প্লেন খালি গিয়ে হাজিদের আনতে যায়।

এর আগে ১২ মার্চ হজের প্যাকেজ কমিয়ে পুনরায় প্যাকেজ ঘোষণা করতে রিট করা হয়। রিটে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স ছাড়াও যে কোনো এয়ারলাইন্সে টিকিট কেটে হজে যাওয়ার নির্দেশনা চাওয়া হয়।

সর্বশেষ শিরোনাম

পরিস্থিতি পর্যবেক্ষণ করে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয় সমন্বয় হবে : ওবায়দুল কাদের Wed, Nov 29 2023

জলবায়ুর অভিঘাতে অধিক ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর Wed, Nov 29 2023

আইনজীবী-বিচারপ্রার্থীদের ক্ষতি করতে আদালতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় : পুলিশ Wed, Nov 29 2023

বিরোধী দলগুলোর হরতাল-অবরোধে এক মাসে ২১২ গাড়িতে আগুন Tue, Nov 28 2023

দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ : বিবিএস Tue, Nov 28 2023

মানবতাবিরোধী অপরাধ : বাগেরহাটের ৭ জনের রায় বৃহস্পতিবার Tue, Nov 28 2023

মনোনয়ন দিলেও জোটের সঙ্গে সমন্বয় হবে: তথ্যমন্ত্রী Tue, Nov 28 2023

কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলবে না ভারত: পররাষ্ট্র সচিব Mon, Nov 27 2023

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত হতে না পারে: মনোনয়নপ্রত্যাশীদের শেখ হাসিনা Mon, Nov 27 2023

২৯৮ আসনে নতুন মুখ ১০৪ Mon, Nov 27 2023