Bangladesh

ইফতার সামগ্রী আনতে গিয়ে হিটস্ট্রাকে ৯ নারীর মৃত্যু

ইফতার সামগ্রী আনতে গিয়ে হিটস্ট্রাকে ৯ নারীর মৃত্যু

Bangladesh Live News | @banglalivenews | 14 May 2018, 10:28 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মে ১৪ : চট্টগ্রামের সাতকানিয়ায় রমজান মাসের জন্য ইফতার সামগ্রী আনতে গিয়ে হিটস্ট্রাকে হত-দরিদ্র ৯ নারীর মৃত্যু হয়েছে।

যদিও এর আগে স্থানীয় একজন প্রতিনিধির পক্ষ থেকে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছিল।


পুলিশ জানিয়েছে, অতিরিক্ত ভিড়ে হিটস্ট্রোকে নিহতদের সবাই নারী।

 

অতিরিক্ত ভিড়ে হিটস্ট্রোকে তাদের মৃত্যু হয়েছে তাদের। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার নলুয়া ইউনিয়নে শিল্প গ্রুপ কবির স্টিলের মালিক মো. শাহজাহানের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

রমজান উপলক্ষে দান হিসেবে ইফতার সামগ্রী দেয়া হবে শুনে আশপাশের বিভিন্ন এলাকা থেকে কমপক্ষে কয়েক হাজার মানুষ তার বাড়িতে জড়ো হয়েছিলেন।

 

এর মধ্যে অনেকে গতরাত থেকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সকালে ওই ভিড় আরো ব্যাপক আকার ধারণ করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্তত ৯ জন নারীর হিটস্ট্রাকে মৃত্যু হয়।


চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জানান, ৩০-৪০ হাজার মানুষ ইফতার সামগ্রী নিতে ওই বাড়িতে ভিড় করেন।

 

চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও কক্সবাজার জেলা থেকে লোকজন সেখানে আসেন। অব্যবস্থাপনার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


উল্লেখ্য, কয়েক বছর আগে চট্টগ্রামে াপর এক শিল্পপতির বাড়িতে পবিত্র রমজান মাসে যাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে বেশ কয়েকজন মারা যান।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024