Bangladesh

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট যানজট
সংগৃহিত যানজটে নাকাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যাত্রীরা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

Bangladesh Live News | @banglalivenews | 18 Jul 2021, 01:59 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৮ জুলাই ২০২১: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় চলছে ফ্লাইওভার নির্মাণকাজ। ফলে মহাসড়কের চার লেনের গাড়ি এক লেন দিয়ে বের হচ্ছে। এছাড়া গোড়াই-সখিপুর সড়কের যাত্রীবাহী বাস ও পশু এবং পণ্যবাহী ট্রাকগুলো ইউটার্ন নিয়ে মহাসড়কে উঠছে। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ক্রমে তীব্র হচ্ছে যানজট। শনিবার (১৭ জুলাই সারাদিন জুড়ে ছিল একই অবস্থা।

পুলিশ জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে মহাসড়ক দিয়ে ঢাকাগামী পশু ও পণ্যবাহী ট্রাক এবং ঢাকা থেকে উত্তর-পশ্চিমাঞ্চলমুখী যাত্রীবাহী বাস চলাচল কয়েকগুণ বেড়েছে। ফলে যানবাহনের স্বাভাবিক গতি কমে গেছে এবং যানজট বেড়েছে। তারা ওয়াচ টাওয়ারের মাধ্যমে যানজট পরিস্থিতি নিয়মিত মনিটরিং করছেন।

জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইল জেলাসহ উত্তর ও পশ্চিমাঞ্চলের ২৬টি জেলার যানবাহন চলাচল করে থাকে। স্বাভাবিক সময়ে এ মহাসড়কে প্রতিদিন কমপক্ষে ২৫-৩০ হাজার যানবাহন চলাচল করে থাকে। প্রতি বছর ঈদ মৌসুমে যানবাহন চলাচল কয়েকগুণ বৃদ্ধি পায়। ঈদযাত্রার কারণে শুক্রবার (১৬ জুলাই) থেকে মহাসড়কে যান চলাচল বাড়তে শুরু করে। শনিবার (১৭ জুলাই) তা আরও বেড়েছে।

উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে পশুবাহী শত শত ট্রাক ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই মহাসড়ক হয়ে চলাচল করছে। মহাসড়কের গোড়াই এলাকায় ফ্লাইওভার নির্মাণকাজ চলায় এক লেনে যানবাহন চলাচল করছে। চার লেনের যানবাহন ওই স্থানে এসে এক লেনে চলাচল করায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।

যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে গোড়াই হাইওয়ে পুলিশ ওয়াচ টাওয়ার নির্মাণ করেছে। এছাড়া মহাসড়কে যানজট এড়াতে বিভিন্ন স্থানে গোড়াই হাইওয়ে ও মির্জাপুর থানা পুলিশ কাজ করছে। টাঙ্গাইল জেলা পুলিশ মহাসড়কের বিভিন্ন স্থানে তাবু টাঙিয়ে মাইকিং করে চালকদের সচেতন করছেন।

গোড়াই এলাকায় ওয়াচ টাওয়ারে দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশের সার্জেন্ট রুবেল হাসান জানান, মহাসড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি পশুবাহী যানবাহনের চলাচল কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। চার লেনের যানবাহন গোড়াই এলাকায় এসে এক লেনে চলাচল করছে। এছাড়া গোড়াই-সখিপুর সড়কের গাড়ি মহাসড়কে ওঠার সময় যানবাহনের গতি কমে যাচ্ছে। ফলে যানজট তীব্র হচ্ছে। রবি ও সোমবার যানজট আরও বাড়ার শঙ্কা করছেন তারা।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024