Bangladesh

যানজটের ফাঁদে এইচএসসি পরীক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা
সংগৃহিত যানজটের কারণে অনেক পরীক্ষার্থী দেরিতে কেন্দ্রে পৌঁছান

যানজটের ফাঁদে এইচএসসি পরীক্ষার্থীরা

Bangladesh Live News | @banglalivenews | 17 Aug 2023, 11:41 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৭ আগস্ট ২০২৩: এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে আজ বৃহস্পতিবার ১৭ আগস্ট। প্রথম দিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষায় ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে অংশ নিয়েছেন ১০ লাখের বেশি শিক্ষার্থী। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে, এইচএসসির প্রথম দিনে সকালে রাজধানীজুড়ে তীব্র যানজট দেখা গেছে। এতে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে হিমশিম খেতে হয় পরীক্ষার্থীদের। অসংখ্য শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের পরে কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়। এতে তাদের মধ্যে দেখা যায় আতঙ্ক। ছোটাছুটি করতে দেখা গেছে অভিভাবকদেরও।

খোদ শিক্ষামন্ত্রী যে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন, সেখানেও পরীক্ষার্থীরা যানজটে পড়ে দেরিতে পৌঁছান। মন্ত্রী যখন রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করছিলেন, ঠিক তখন তার সামনেই অনেক পরীক্ষার্থী হন্তদন্ত হয়ে কেন্দ্রে প্রবেশ করেন।

কেন্দ্র পরিদর্শন শেষে ব্রিফিংয়ে সময়সূচি ও যানজট নিয়ে প্রশ্নের মুখে পড়েন ডা. দীপু মনি। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা শহরে এটি বিরাট একটা সমস্যা। গতবার এসএসসি পরীক্ষায় আমরা সময়সূচিতে ভিন্নতা এনেছিলাম। সকাল ১০টায় পরীক্ষা- এটা অফিস সময় আর পরীক্ষার সময় এক হয়ে যায়। এ কারণে যানজটে ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা। তিনি বলেন, এটা নিয়ে আমি অনেক আলাপ-আলোচনা করেছি। কিন্তু পরীক্ষাটা যখন সকাল-বিকেল রুটিনে হচ্ছে, তখন আপনি সময়টা একটু এগিয়ে বা পিছিয়ে করতে পারবেন না। সকালে ১০টা থেকে পরীক্ষা।

আবার বিকেলের শিফটে দুপুর ২টা থেকে। বিকেলে পরীক্ষা থাকলে সকালেরটা ঠিক ১০টাতেই শুরু করতে হবে। একটুও পেছানোর সুযোগ নেই।

দীপু মনি আরও বলেন, তবুও আমরা এ নিয়ে (সময়সূচি পরিবর্তন) চিন্তা-ভাবনা করছি। আগামীতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা একবেলায় নেওয়া যায় কি না। সেক্ষেত্রে আমরা অফিস সময় এড়িয়ে পরীক্ষার সময়সূচি ঠিক করতে পারবো।

দেশের ৮টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে আজ। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখেরও বেশি পরীক্ষার্থী।

বৃহস্পতিবার থেকে দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। এতে অংশ নিতে ফরম পূরণ করেছিলেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। তবে বন্যার কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়া তিন বোর্ডের প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থীকে এইচএসসিতে বসতে আরও ১০ দিন অপেক্ষা করতে হবে। আগামী ২৭ আগস্ট থেকে চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা শুরু হবে। সাধারণ বোর্ডগুলোর মধ্যে চট্টগ্রাম বোর্ডে এবার পরীক্ষার্থী ১ লাখ ১ হাজার ৩৫৩ জন এবং কেন্দ্র ১৫১টি।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024