Bangladesh

উপযুক্ত পরিবেশ হলেই এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী
Amirul Momenin

উপযুক্ত পরিবেশ হলেই এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী

Bangladesh Live News | @banglalivenews | 24 Jun 2020, 07:39 am
ঢাকা, জুন ২৪ : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, উপযুক্ত পরিবেশ হলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) নেয়া হবে। এ পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সরকারের রয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী শিক্ষাখাতের বরাদ্দ বাজেট বাস্তবায়নের সক্ষমতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং অপচয় রোধে আরও কার্যকর ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেন তার বাজেট বক্তৃতায়।


তিনি বলেন, করোনা সংকটকালে অনলাইন ও টেলিভিশনে পাঠদান চলছে। টেলিভিশনের মাধ্যমে শতকরা প্রায় ৯২ ভাগ শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছতে সক্ষম হয়েছি। অনলাইনে পাঠদানে আজ নতুন একটি প্লাটফর্ম চালু করা হবে। সব বিশ্ববিদ্যালয় এটি ব্যবহার করতে পারবে।


শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে দিপু মনি বলেন, এরকম সময়ে উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও সবাই এই সময়টাকে যেন কাজে লাগাই।

পাবিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করি। নতুন দক্ষতা অর্জন করার চেষ্টা করি। স্বাস্থ্যবিধি মেনে সবার প্রতি মানবিক আচরণ করি।


শিক্ষামন্ত্রী তার বক্তব্যে অনলাইন শিক্ষা সহজলভ্য করতে মোবাইল ও ইন্টারনেটের ওপর প্রস্তাবিত শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেন। কালো টাকা সাদা করার সুযোগকে অনৈতিক উল্লেখ করে এটি অর্থনৈতিকভাবে তেমন ফলদায়ক নয় বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। এই সুযোগ রাজনৈতিকভাবে জনপ্রিয়তা বৃদ্ধি করে না উল্লেখ করে এটি দেয়ার কোনো যৌক্তিকতা আছে বলে তিনি মনে করেন না বলে জানান।


মন্ত্রী সর্বনিম্ন আয়কর সীমা আরও কিছুটা বাড়ানো যায় কি না, সেটা বিবেচনার প্রস্তাব করেন। তিনি করোনা পরিস্থিতির কারণে আসন্ন অর্থবছরের জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে টার্নওভার ট্যাক্সসীমা ৫০ লাখের পরিবর্তে এক কোটি টাকার প্রস্তাব করেন। তিনি ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও কথা বলেন।

সর্বশেষ শিরোনাম

ইসি’র সিদ্ধান্তে আওয়ামী লীগের আস্থা রয়েছে : ওবায়দুল কাদের Mon, Dec 04 2023

একলা এগোচ্ছে আওয়ামী লীগ, বেকায়দায় শরিকরা Sun, Dec 03 2023

ডিসি-এসপিদের বদলির বিষয়টি অস্বাভাবিক কিছু না: ইসি Sun, Dec 03 2023

কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে হুড়োহুড়ি, পদদলিত হয়ে ৮০ শ্রমিক আহত Sun, Dec 03 2023

কক্সবাজারে রেলের টিকিট দেখালেই মিলছে হোটেলে ৭০ শতাংশ ছাড় Sun, Dec 03 2023

বিশিষ্টজনদের মনগড়া বক্তব্য জনগণকে বিভ্রান্ত করতে পারে: ইসি Sun, Dec 03 2023

শাহজাহান ওমর অনুপ্রবেশকারী নয়: কাদের Sun, Dec 03 2023

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা: প্রধানমন্ত্রী Sun, Dec 03 2023

ভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকাসহ দেশে বিভিন্ন জেলা Sun, Dec 03 2023

সংসদ নির্বাচনে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে ভারত: বিএনপি Sat, Dec 02 2023