Bangladesh

বেনাপোলে বিভিন্ন পণ্য নিয়ে আটকা শত শত ট্রাক বেনাপোল অবরোধ
সংগৃহিত বেনাপোল সীমান্তে আটকা পড়েছে পণ্যবাহী শত শত ট্রাক

বেনাপোলে বিভিন্ন পণ্য নিয়ে আটকা শত শত ট্রাক

Bangladesh Live News | @banglalivenews | 22 Sep 2021, 07:56 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২১: ১৫ দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের ডাকা ৭২ ঘণ্টা কর্মবিরতির প্রথম দিনে বেনাপোল স্থলবন্দর থেকে দেশের অভ্যন্তরে আমদানি পণ্য পরিবহন বন্ধ ছিল। ফলে বেনাপোল বন্দর এলাকায় ব্যাপক পণ্যজটের সৃষ্টি হয়। বন্দর থেকে পণ্য লোড করে গন্তব্যে যেতে না পেরে বন্দর এলাকায় আটকা পড়েছে ট্রাক চালকরা। কাজ করতে না পেরে দিনে আসা দিন খাওয়া বন্দর শ্রমিকেরা অসহায় হয়ে পড়েছেন। দ্রুত ধর্মঘট প্রত্যাহার চান তারা। তবে দাবি না মানা পর্যন্ত এ কর্মবিরতি চলবে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের নেতারা।

এ বিষয়ে ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট-এক্সপোর্ট কমিটির চেয়ারম্যান মতিউর রহমান জানান, শিল্প কলকারখানার কাঁচামাল, গার্মেন্টস ও খাদ্যদ্রব্য জাতীয় পণ্য ভারত থেকে আমদানি হয়ে থাকে। কিন্তু পরিবহন কর্মবিরতির কারণে ট্রাক চালকরা এসব পণ্য নিয়ে গন্তব্যে যেতে পারছে না। এতে বন্দর এলকায় প্রায় ৫ শতাধিক ট্রাক পণ্য নিয়ে চালকরা আটকা পড়েছে। দ্রুত কর্মবিরতি প্রত্যাহার না হলে শিল্প কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যহত হবে। এছাড়া আটকা পড়া পণ্যে বড় ধরনের লোকসানের কবলে পড়বেন ব্যবসায়ীরা।

বন্দর শ্রমিকরা বলেন, তারা বন্দরে কাজ করে সংসার চালান। কিন্তু কর্মবিরতিতে বন্দর থেকে আমদানি পণ্য খালাস না হওয়ায় কাজ হারিয়ে তারা অসহায় হয়ে পড়েছেন। দ্রুত কর্মবিরতি প্রত্যাহার চেয়েছেন শ্রমিকেরা।

বেনাপোল বন্দরের উপ-পরিচারক (প্রশাসন) আব্দুল জলিল বলেন, কর্মবিরতিতে বেনাপোল বন্দর থেকে পণ্য পরিবহন বন্ধ থাকলেও বন্দরের কার্যক্রম সচল রয়েছে। আমদানি-রফতানি বাণিজ্য সচল ও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করছে দুই দেশের মধ্যে। তবে  কর্মবিরতীতে ব্যবসায়ীরা পণ্য পরিবহন করতে না পারায় বাণিজ্য ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী বলেন, ১৫ দফা দাবিতে সারাদেশে তাদের ৭২ ঘণ্টার কর্মবিরতি পালন হচ্ছে। সরকার দাবি মানলে তারা কর্মবিরতি তুলে নেবেন। আর না মানলে কেন্দ্রের নির্দেশনা ৭২ ঘণ্টা কর্মবিরতি পালন করবে সংশিষ্টরা।

সর্বশেষ শিরোনাম

বাংলাদেশ: সিলেট গ্যাসক্ষেত্রে তেলের সন্ধান পাওয়া গেছে Sun, Dec 10 2023

Bangladesh: Oil discovered in Sylhet gas field Sun, Dec 10 2023

আফসোসের কথা জানালেন প্রধানমন্ত্রী Sun, Dec 10 2023

পাঁচ নারীকে বেগম রোকেয়া পদক-২০২৩ প্রদান প্রধানমন্ত্রীর Sun, Dec 10 2023

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছি না: কাদের Sun, Dec 10 2023

চলতি মাসেই শৈত্যপ্রবাহ, তাপমাত্রা কমার আভাস Sun, Dec 10 2023

মুন্সিগঞ্জ: বদ্ধ ফ্ল্যাটে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ Sat, Dec 09 2023

নির্বাচন সামনে রেখে শাহজালালসহ ৩ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার Sat, Dec 09 2023

নির্বাচনী আচরণবিধি বজায় রেখে গোপালগঞ্জ সফর প্রধানমন্ত্রীর Sat, Dec 09 2023

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ৪৩১ জনের আবেদন Sat, Dec 09 2023