Bangladesh

বেনাপোলে বিভিন্ন পণ্য নিয়ে আটকা শত শত ট্রাক
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২১: ১৫ দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের ডাকা ৭২ ঘণ্টা কর্মবিরতির প্রথম দিনে বেনাপোল স্থলবন্দর থেকে দেশের অভ্যন্তরে আমদানি পণ্য পরিবহন বন্ধ ছিল। ফলে বেনাপোল বন্দর এলাকায় ব্যাপক পণ্যজটের সৃষ্টি হয়। বন্দর থেকে পণ্য লোড করে গন্তব্যে যেতে না পেরে বন্দর এলাকায় আটকা পড়েছে ট্রাক চালকরা। কাজ করতে না পেরে দিনে আসা দিন খাওয়া বন্দর শ্রমিকেরা অসহায় হয়ে পড়েছেন। দ্রুত ধর্মঘট প্রত্যাহার চান তারা। তবে দাবি না মানা পর্যন্ত এ কর্মবিরতি চলবে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের নেতারা।
এ বিষয়ে ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট-এক্সপোর্ট কমিটির চেয়ারম্যান মতিউর রহমান জানান, শিল্প কলকারখানার কাঁচামাল, গার্মেন্টস ও খাদ্যদ্রব্য জাতীয় পণ্য ভারত থেকে আমদানি হয়ে থাকে। কিন্তু পরিবহন কর্মবিরতির কারণে ট্রাক চালকরা এসব পণ্য নিয়ে গন্তব্যে যেতে পারছে না। এতে বন্দর এলকায় প্রায় ৫ শতাধিক ট্রাক পণ্য নিয়ে চালকরা আটকা পড়েছে। দ্রুত কর্মবিরতি প্রত্যাহার না হলে শিল্প কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যহত হবে। এছাড়া আটকা পড়া পণ্যে বড় ধরনের লোকসানের কবলে পড়বেন ব্যবসায়ীরা।
বন্দর শ্রমিকরা বলেন, তারা বন্দরে কাজ করে সংসার চালান। কিন্তু কর্মবিরতিতে বন্দর থেকে আমদানি পণ্য খালাস না হওয়ায় কাজ হারিয়ে তারা অসহায় হয়ে পড়েছেন। দ্রুত কর্মবিরতি প্রত্যাহার চেয়েছেন শ্রমিকেরা।
বেনাপোল বন্দরের উপ-পরিচারক (প্রশাসন) আব্দুল জলিল বলেন, কর্মবিরতিতে বেনাপোল বন্দর থেকে পণ্য পরিবহন বন্ধ থাকলেও বন্দরের কার্যক্রম সচল রয়েছে। আমদানি-রফতানি বাণিজ্য সচল ও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করছে দুই দেশের মধ্যে। তবে কর্মবিরতীতে ব্যবসায়ীরা পণ্য পরিবহন করতে না পারায় বাণিজ্য ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী বলেন, ১৫ দফা দাবিতে সারাদেশে তাদের ৭২ ঘণ্টার কর্মবিরতি পালন হচ্ছে। সরকার দাবি মানলে তারা কর্মবিরতি তুলে নেবেন। আর না মানলে কেন্দ্রের নির্দেশনা ৭২ ঘণ্টা কর্মবিরতি পালন করবে সংশিষ্টরা।