Bangladesh

মৌলভীবাজার শহরের বড়হাটে জঙ্গি আস্তানা ঘিরে সোয়াটের অভিযান, আহত পুলিশ

মৌলভীবাজার শহরের বড়হাটে জঙ্গি আস্তানা ঘিরে সোয়াটের অভিযান, আহত পুলিশ

| | 31 Mar 2017, 09:43 am
ঢাকা, মার্চ ৩১ঃ দেশের বিভিন্ন অঞ্চলে চলছে লাগাতার জঙ্গি বিরোধী অভিযান।

এর মাঝে, মৌলভীবাজার শহরের বড়হাটে জঙ্গি আস্তানা ঘিরে সোয়াটের অভিযানের সময় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

তবে ওনার আঘাত সামান্য, জানিয়েছেন পুলিশ।

সাংবাদিকদের সাথে কথা বলার সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার রওশন-উদ-জামান বলেছেন, জঙ্গি আস্তানায় বিস্ফোরণে হয়তো জানালার কাচ ভেঙে তা উড়ে এসে ওই পুলিশ সদস্যের গায়ে লেগে থাকতে পারে। তবে গুরুতর কিছু হয়নি।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাথে সোয়াট  ‘অপারেশন ম্যাক্সিমাস’ নামের এই অভিযানে যোগ দিয়েছেন।

আজকের এই অভিযান চল্বার সময় একাধিকবার গুলি ও বিকট বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে।

মঙ্গলবার থেকে এই আস্তানাটি ঘিরে রেখেছে পুলিশ।

দেশে বিভিন্ন জায়গায় জঙ্গি আস্তানাগুলিতে হানা দেওয়ার ঘটনার মাঝেই আবার একবার কুমিল্লাতে নিরাপত্তা বাহিনীরা  ‘অপারেশন স্ট্রাইক আউট’চালাচ্ছে।

একটি  সন্দেহভাজন জঙ্গি আস্তানা ঘিরে এই অভিযান চালানো হচ্ছে।

দুই দফায় একটানা শুক্রবার গুলির শব্দ শুনতে পাওয়া গেলেও এখন ঘটনাস্থল সম্পূর্ণভাবে নিঝুম আছে।

পুলিশ জানিয়েছেন অভিযানের জন্য আস্তানাটির আশপাশে যাতায়াতের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

এলাকা জুড়ে জারি কড়া হয়েছে ১৪৪ ধারা।

সোয়াট, র‍্যাব ১১ পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা এই মুহূর্তে ঘটনাস্থলে আছে।

বুধবার থেকেই বাড়িটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর কর্মীরা।

সন্দেহ কড়া হচ্ছে যে ভবনের নিচ তলায় জঙ্গিরা আছে।

দেশের বিভিন্ন জায়গায় গত কিছু দিন ধরে বেশ কিছু অভিযান চালানো হয়েছে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024