Bangladesh

সংক্রমণ যে হারে বাড়ছে তাতে এক-দেড় মাসের মধ্যে হাসপাতালে জায়গা থাকবে না করোনাভাইরাস
ফাইল ছবি ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

সংক্রমণ যে হারে বাড়ছে তাতে এক-দেড় মাসের মধ্যে হাসপাতালে জায়গা থাকবে না

Bangladesh Live News | @banglalivenews | 18 Jan 2022, 03:17 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৮ জানুয়ারি ২০২২: ওমিক্রনসহ করোনাভাইরাসের সংক্রমণ যে হারে বাড়ছে তাতে আগামী এক-দেড় মাসের মধ্যে দেশের হাসপাতালগুলোতে রোগী ভর্তির কোনো জায়গা থাকবে না।

সোমবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা জানান স্বস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এদিন দুপুর ১টায় ঢাকাস্থ রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কি সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

মন্ত্রী বলেন, আমরা টিকা দিয়ে যাচ্ছি, পাশাপাশি আমাদের ওমিক্রন ও ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাতে আমরা কিছুটা হলেও চিন্তিত ও আতঙ্কিত। আমরা চাই না, সংক্রমণ এভাবে বৃদ্ধি পাক। গত বছর ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণের হার ২৯-৩০ শতাংশে উঠেছিলে। এখন ধাপে ধাপে বাড়ছে, এভাবে বাড়লে ৩০ শতাংশে পৌঁছাতে সময় লাগবে না। হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও বাড়ছে। এভাবে চলতে থাকলে আগামী এক-দেড় মাসের মধ্যে হাসপাতালে রোগী ভর্তির কোনো জায়গা থাকবে না। তখন চিকিৎসা দেওয়া দুরূহ হয়ে পড়বে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাশিয়ান অ্যাম্বাসেডর এসেছিলেন টিকার বিষয়ে কথা বলতে। রাশিয়ার সঙ্গে টিকার চুক্তি করেছিলাম, সেটা এখনো আছে। তবে আমরা এখনো তাদের কাছ থেকে চুক্তির টিকা পাইনি। আমরা চুক্তি অনুযায়ী টিকা দেওয়ার ব্যবস্থা করতে রাশিয়ার রাষ্ট্রদূতকে বলেছি। টিকার দুটি করে ডোজ লাগে, আমরা বলেছি দুটি ডোজ একসঙ্গে দিতে হবে। তারা বলেছেন, তাদের আরেকটি নতুন টিকা আছে ‘স্পুটনিক লাইট’। আমরা সেটার কাগজপত্র দিতে বলেছি, ওষুধ প্রশাসনের ডিজি প্রয়োজনীয় কাগজপত্র দেখবেন। পরে এটি নিয়ে সিদ্ধান্ত নিতে পারবো। এখন যে চুক্তি আছে সেই টিকাগুলো দিলে আমাদের ভালো হবে।

সর্বশেষ শিরোনাম

সীমাবদ্ধতা সত্ত্বেও দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি: প্রধানমন্ত্রী Wed, Jun 07 2023

৬ দফার প্রতি জনসমর্থনে রচিত হয় স্বাধীনতার রূপরেখা: প্রধানমন্ত্রী Wed, Jun 07 2023

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানালেন Wed, Jun 07 2023

বাংলাদেশ: সিলেটে পিকআপ ভ্যানকে ট্রাকের ধাক্কায় ১৩ জনের মৃত্যু হয়েছে Wed, Jun 07 2023

কাল ঐতিহাসিক ছয় দফা দিবস Tue, Jun 06 2023

কারাগারে শূন্যপদে চিকিৎসক নিয়োগ দিতে হাইকোর্ট নির্দেশ Tue, Jun 06 2023

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল Tue, Jun 06 2023

মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে কুৎসা ও বদনাম রটাচ্ছে বিএনপি: কাদের Tue, Jun 06 2023

৪৫তম বিসিএস পরীক্ষার প্রিলিম পাস করেছেন ১২,৭৮৯ জন পরীক্ষার্থী Tue, Jun 06 2023

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে আওয়ামী লীগ বা সরকার ভীত নয়: ওবায়দুল কাদের Tue, Jun 06 2023