Bangladesh

দেশে গণতন্ত্র না থাকলে বিএনপি ‘গালাগাল’ দিচ্ছে কীভাবে : প্রশ্ন কাদেরের
সোমবার ঢাকার গুলিস্থানে কাজী বশির মিলনায়তনে শেখ হাসিনার ‘কারাবন্দি দিবস’ উপলক্ষে যুবলীগের এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
কাদের বলেন, সরকারের বিরুদ্ধে অগণতান্ত্রিক ভাষায় কথা বলেও তারা বলছে, ‘দেশে গণতন্ত্র নাই’।
টক শোতে গিয়ে তাদের নেতারা যে ভাষা ব্যবহার করেন, আমরা বিরোধী দলে থেকে করলে তারা রাস্তায় আটকাত।
এ সব অশ্রাব্য মিথ্যাচার করার পরও সরকার পল্টন অফিসের সাংবাদিক সম্মেলন বন্ধ করেনি, পুলিশও হস্তক্ষেপ করেনি।
তারা স্বাধীনভাবে কথা বলছেন, তারপরও বলছেন দেশে গণতন্ত্র নেই।
তিনি বলেন, আজকে আমার অনেক প্রশংসা করা হচ্ছে।
এর মূল্যায়ন হবে আগামী নির্বাচনে, যদি আওয়ামী লীগ না জিততে পারে, তাহলে আজকের সকল প্রশংসা গালিতে পরিণত হবে।
যারা আজ প্রশংসা করছে, তারাও তখন বলবে, ব্যর্থ সাধারণ সম্পাদক।
যুবলীগ নেতাকর্মীদের সক্রিয় থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘রাজনীতিতে লেগে থাকুন, পরিশ্রম করুন, দলের জন্য কষ্ট করুন। শেখ হাসিনা যতদিন আছে, ত্যাগী কর্মীদেরও ততদিন মূল্যায়ন আছে। নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরে কাদের বলেন, ‘কেউ দুদিন আগে পায়, কেউ দুদিন পরে পায়। আমাকে দিয়েই চিন্তা করুন। জেল খেটেছি, ত্যাগ স্বীকার করেছি, তার মূল্যায়ন তিনি (শেখ হাসিনা) করেছেন। শেখ হাসিনা না থাকলে আমি দলের সাধারণ সম্পাদক হতাম কি না, জানা নাই। শেখ হাসিনা থাকলে এ দলে মূল্যায়ন হবেই।