Bangladesh

ঢাকায় ভারতীয় হাইকমিশনে ইফতার অনুষ্ঠিত ইফতার
ছবি: সংগৃহিত

ঢাকায় ভারতীয় হাইকমিশনে ইফতার অনুষ্ঠিত

Bangladesh Live News | @banglalivenews | 12 Apr 2023, 06:40 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১২ এপ্রিল ২০২৩ : ঢাকায় ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে ভারতীয় হাইকমিশন। মঙ্গলবার এই ইফতারে অংশ নেন বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট ব্যক্তি, আইনসভা, রাজনৈতিক দল, সশস্ত্র বাহিনী, সুশীল সমাজ, ব্যবসায়ী, মিডিয়া ও সাংবাদিকসহ বাংলাদেশের বিশিষ্ট অতিথিরা।

এসময় হাইকমিশনার প্রণয় ভার্মা মানবতা ও ভ্রাতৃত্বের চেতনা বৃদ্ধিতে ইফতারের তাৎপর্য তুলে ধরেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব এবং সহযোগিতার গভীর বন্ধনের ওপর জোর দেন তিনি। একই সঙ্গে ১৯৭১ সালের যৌথ আত্মত্যাগের মূলে নিহিত বিশেষ ও বহুমুখী সম্পর্ককে আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

হাইকমশনার বলেন, এই ইফতার জমায়েত গভীর বন্ধনের প্রতীক, যা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি বিনির্মাণ করে। এটি দুই দেশের মধ্যে শক্তিশালী ও ঐতিহাসিক বন্ধন। একইসঙ্গে উভয় দেশের জনগণের জন্য আরও সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্যে কাজ করার সংকল্প প্রদর্শন করে।

এদিকে ভারতীয় হাইকমিশনের ইফতার পার্টিতে বিএনপির নেতারাও অংশ নেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ কথা জানান ।

তিনি বলেন, মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে যে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে সেখানে বিএনপির চারজন নেতা অংশ নিয়েছেন।

তাদের মধ্যে ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024