Bangladesh

বাংলাদেশে ১০ লাখ ডোজ টিকা রপ্তানির অনুমতি ভারতের
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৮ অক্টোবর ২০২১: বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারে ১০ লাখ ডোজ করে কোভিশিল্ড টিকা রপ্তানি করতে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়াকে অনুমতি দিয়েছে ভারত সরকার। বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশে কোভিশিল্ড টিকা সরবরাহে সেরাম বেক্সিমকোর সঙ্গে চুক্তি করেছিল। কিন্তু, এ বছরের মার্চ, এপ্রিল, মে মাসে ভারতে করোনা তীব্র আকার ধারণ করলে টিকা সরবরাহ বন্ধ করে সেরাম।
সূত্র জানায়, যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকাকে প্রায় ৩ কোটি ডোজ কোভিশিল্ড সরবরাহের অনুমতিও দেওয়া হয়েছে সেরামকে।
অ্যাস্ট্রাজেনেকাকে টিকা সরবরাহের চুক্তির কথা উল্লেখ করে সেরামের পরিচালক (সরকার ও নিয়ন্ত্রক বিষয়ক) প্রকাশ কুমার সিং আগস্ট মাসে ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়ার কাছে টিকা রপ্তানির অনুমতি চেয়েছিলেন। মান্দাভিয়া গত ২০ সেপ্টেম্বর এক ঘোষণায় জানিয়েছিলেন যে ভারত 'ভ্যাকসিন মৈত্রী' কর্মসূচির আওতায় অক্টোবরে উদ্বৃত্ত টিকা রপ্তানি পুনরায় শুরু করবে।
ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকার ১০ লাখ ডোজ ইরানে পাঠানো হবে এবং অক্টোবর মাসে 'ভ্যাকসিন মৈত্রী' কর্মসূচির আওতায় সেরাম মিয়ানমার, নেপাল ও বাংলাদেশে কোভিশিল্ডের ১০ লাখ ডোজ টিকা রপ্তানি করবে, জানিয়েছিলেন মান্দাভিয়া।