Bangladesh

বাংলাদেশ-ভারত একত্রে উদযাপন করবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী
Wallpaper

বাংলাদেশ-ভারত একত্রে উদযাপন করবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী

Bangladesh Live News | @banglalivenews | 20 Aug 2020, 01:15 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২০ আগস্ট ২০২০ : বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির অনুষ্ঠান বাংলাদেশ ও ভারত একসাথে উদযাপন করবে। বুধবার সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত বঙ্গবন্ধুর মুর‌্যাল উন্মোচনের পরে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে মন্ত্রী বলেন, ‘প্রতিবেশি দেশ হিসাবে ভারতের সংগে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশের স্বাধীনতায় তারাও রক্ত দিয়েছে। আমরা দু’দেশের মধ্যে ভালো সম্পর্ক রাখতে চাই। সমস্যা আছে, তবে তা আলোচনার মাধ্যমে সমাধান হবে।’

 

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার ঢাকা সফর নিয়ে ড. মোমেন বলেন, ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা উৎপাদনের সঙ্গে ভারত যুক্ত রয়েছে। এজন্য আমাদের এখানেও ট্রায়ালের ব্যবস্থা করার প্রস্তাব রাখতে চাই। অক্সফোর্ডের কোম্পানির সঙ্গে লন্ডন মারফত যোগাযোগ করা হচ্ছে।

 

মন্ত্রী আরো বলেন, এছাড়া বিশ্বের বিভিন্ন জায়গায় যে ভ্যাকসিন ইতোমধ্যে তৈরি হয়েছে বা চালু হচ্ছে, তা পাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা চলছে। তিনি বলেন, ভারতে করোনা ভ্যাকসিন আবিষ্কারের সম্ভাবনা দেখা দিয়েছে। তা বাংলাদেশ কিভাবে পেতে পারে তা নিয়েও আলোচনা হচ্ছে।

 

প্রবাসী বাংলাদেশীদের ভিসা নিয়ে দুশ্চিন্তা না করতে বললেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, করোনার কারণে বিদেশে অনেক প্রবাসী সমস্যায় রয়েছেন। তবে আপদকালীন সময়ের অবসানে এ অবস্থা থাকবে না। আর ভিসার মেয়াদ নিয়ে তাদের চিন্তার কোন কারণ নেই। বিনা খরচে ভিসা অটোমেটিক রিনিউ হবে।

 

দেশে আটকাপড়া প্রবাসীদের ফিরে যাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, করোনা সংকট কিছুটা কেটে যাওয়ায় আটকা পড়া প্রবাসীরা ফিরতে শুরু করেছেন। তবে কয়েকটি দেশ নতুন-নতুন আইন জারি করে কিছুটা সমস্যা করছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত সরকারের নতুন আইন অনুযায়ি সে দেশে ফিরতে শুধু ভিসার মেয়াদের সাথে-সাথে সংশ্লিষ্ট কফিলের অনাপত্তি থাকতে হবে। নতুন এই আইনের কারণে কিছু প্রবাসীকে ফিরিয়ে দেয়া হয়েছে। ভিসার মেয়াদ থাকার পরও তারা সেদেশে ফিরে যেতে পারছেন না। তবে এই সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে।

 

পরে পররাষ্ট্রমন্ত্রী সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনায় বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের উপর আদালতের রায় কার্যকর করার প্রত্যাশা ব্যাক্ত করেন।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024