Bangladesh

মোংলা বন্দরে পৌঁছেছে ভারতের ট্রায়াল রানের জাহাজ বাংলাদেশ-ভারত
ফাইল ছবি/উইকিমিডিয়া কমন্স/Anjumandana মোংলা বন্দর

মোংলা বন্দরে পৌঁছেছে ভারতের ট্রায়াল রানের জাহাজ

Bangladesh Live News | @banglalivenews | 08 Aug 2022, 07:12 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৮ আগস্ট ২০২২: চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য সরবরাহ করতে দুই দেশের মধ্যে ২০১৮ সালের অক্টোবরে চুক্তি হয়। এর অংশ হিসেবে মোংলা বন্দরে পৌঁছেছে ভারতের পণ্য ট্রান্সশিপমেন্টের ট্রায়াল রানের (পরীক্ষামূলক পণ্য পরিবহণ) জাহাজ।

রোববার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে 'এমভি রিশাদ রাইয়ান' নামক জাহাজটি মোংলা বন্দরে নালা মুখে এসে নোঙ্গর করে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দীন বলেন, 'গত ১ আগস্ট কলকাতা বন্দর থেকে জাহাজটি ছেড়ে আসে। সোমবার সকাল ৮টায় জাহাজটি মোংলা বন্দরের নয় নাম্বার জেটিতে এসে ভেড়ে। এরপর জাহাজের পণ্য খালাস করা শুরু হয়।'

তিনি জানান, জাহাজে দুটি কন্টেইনার রয়েছে। এগুলোর একটিতে রয়েছে ১৬ টন লোহার পাইপ। সেগুলো খালাসের পর তামাবিল সিমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে যাবে।

অপর কন্টেইনারে রয়েছে সাড়ে আট টন প্রিফোম। এ পণ্য খালাসের পর কুমিল্লার বিবিরবাজার সীমান্ত দিয়ে আসামে যাবে।

'এগ্রিমেন্ট অন দ্য ইউজ অভ চট্টগ্রাম অ্যান্ড মোংলা পোর্ট ফর মুভমেন্ট অভ গুডস টু অ্যান্ড ফ্রম ইন্ডিয়া (এসিএমপি)' চুক্তির আওতায় এ ট্রায়াল রান অনুষ্ঠিত হচ্ছে।

নৌপরিবহণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য সরবরাহ করতে দুই দেশের মধ্যে ২০১৮ সালের অক্টোবরে চুক্তি হয়।

এরপর প্রথমবারের মতো ট্রায়াল রান করা হয়েছিল ২০২০ সালের জুলাইয়ে। তখন কলকাতা বন্দর থেকে পণ্যবাহী ছোট জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। সেখান থেকে স্থলপথে পণ্য আগরতলা নেওয়া হয়েছিল। জাহাজে পণ্য ছিল ডাল ও রড।

কিন্তু করোনা মহামারিসহ নানা জটিলতায় গত চার বছরে এ চুক্তির উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

পরে ভারতের পক্ষ থেকে চারটি রুটে ট্রায়াল রানের অনুমতি চাওয়া হয়। তবে প্রাথমিকভাবে দুটি স্থলবন্দর দিয়ে ট্রান্সশিপমেন্ট দিতে রাজি হয়েছে বাংলাদেশ।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024