Bangladesh

ইন্ডিয়ান ওশেন কনফারেন্সের ষষ্ঠ আসর ঢাকায় ইন্ডিয়ান ওশেন কনফারেন্স
ছবি: সংগৃহিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সেহেলি সাবরিন

ইন্ডিয়ান ওশেন কনফারেন্সের ষষ্ঠ আসর ঢাকায়

Bangladesh Live News | @banglalivenews | 14 Apr 2023, 01:13 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৪ এপ্রিল ২০২৩ : ইন্ডিয়ান ওশেন কনফারেন্সের ষষ্ঠ আসর যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া ফাউন্ডেশন আগামী ১২ থেকে ১৩ মে ঢাকায় ওই কনফারেন্সের আয়োজন করবে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান পাবলিক ডিপ্লোমেসি অনুবিভাগের মহাপরিচালক সেহেলি সাবরিন। তিনি বলেন, আঞ্চলিক রাজনৈতিক পরিমণ্ডলে আমাদের নিকটতম প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব এবং পরিবর্তনশীল ভূরাজনৈতিক এবং ভূ-অর্থনৈতিক বাস্তবতার নিরিখে বাংলাদেশে সম্মেলনটি আয়োজন বিশেষ গুরুত্ব বহন করে।

২০১৫ সাল থেকে ইন্ডিয়া ফাউন্ডেশন বিভিন্ন দেশে সেই দেশের সরকারের সঙ্গে যৌথ আয়োজনে ইন্ডিয়ান ওশেন কনফারেন্সের নামক এই সম্মেলন নিয়মিত আয়োজন করে আসছে। সম্মেলনটি মূলত ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলোকে নিয়ে আয়োজন করা হলেও, এতে পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়ে থাকে।

এ পর্যন্ত সর্বমোট পাঁচটি সম্মেলন যথাক্রমে সিঙ্গাপুর (২০১৬), শ্রীলঙ্কা (২০১৭), ভিয়েতনাম (২০১৮), মালদ্বীপ (২০১৯) এবং সংযুক্ত আরব আমিরাতে (২০২১) অনুষ্ঠিত হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ থেকে বিগত আসরগুলোয় উচ্চ পর্যায়ের প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রী (২০১৬), বাণিজ্যমন্ত্রী (২০১৭), পরিকল্পনা মন্ত্রী (২০১৮), পররাষ্ট্র প্রতিমন্ত্রী (২০১৯), সংসদ সদস্য (২০২১) অংশগ্রহণ করেন।

মহাপরিচালক জানান, মরিশাসের রাষ্ট্রপতি সম্মেলনে অংশ নিতে ইতোমধ্যে সম্মতি জানিয়েছেন। এ ছাড়া আরও কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী (ভুটান, শ্রীলঙ্কা), জাপানের ভাইস মিনিস্টার সম্মেলনে অংশগ্রহণ নিশ্চিত করেছেন। সম্মেলন নিকটবর্তী হলে অংশগ্রহণকারী মন্ত্রী এবং অন্যান্য পর্যায়ের অতিথিদের ব্যাপারে আরও বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024