Bangladesh

বিমানবন্দরে বিশেষ অভ্যর্থনা জানানোয় হাসিনাকে ধন্যবাদ মোদির মোদীর ঢাকা সফর
পিআইডি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় রাষ্ট্রীয় কমসূচী শেষে প্যানপাসিফিক সোনারগাঁও হোটেলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশে বসবাসকারি ভরতীয় নাগরিকরা

বিমানবন্দরে বিশেষ অভ্যর্থনা জানানোয় হাসিনাকে ধন্যবাদ মোদির

Bangladesh Live News | @banglalivenews | 26 Mar 2021, 08:24 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৬ মার্চ ২০২১: বাংলাদেশে আসার কয়েক ঘণ্টা পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় দেয়া এক টুইটার বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। বিমানবন্দরে তাকে বিশেষ অভ্যর্থনা জানানোর জন্য তিনি এ ধন্যবাদ জানান।

দু’দিনের এক রাষ্ট্রীয় সফরে এখানে পৌঁছানোর পর বাংলা ও ইংরেজি উভয় ভাষায় দেয়া টুইটার বার্তায় তিনি বলেন, ‘ঢাকায় অবতরণের পর বিমানবন্দরে বিশেষ অভ্যর্থনা জানানোয় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, এই সফর প্রতিবেশি এ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের ক্ষেত্রে অবদান রাখবে।

এরআগে গতকাল মোদি টুইটার বার্তায় বলেন, ‘আমি কাল বাংলাদেশ ছেড়ে গেলেও আমাদের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর উদযাপনের কথা আমি মনে রাখবো।’

বৃহস্পতিবার পৃথক এক টুইটার বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, ঢাকার সাথে নয়াদিল্লীর অংশীদারিত্ব ইন্ডিয়াস নেইবারহুড ফাস্ট পলিসির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং ‘আমরা এটি আরো ঘনিষ্ট ও বহুমুখী করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।’

প্রধানত বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন অনুষ্ঠানে অংশ গ্রহণে দু’দিনের এক রাষ্ট্রীয় সফরে আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী মোদি এখানে পৌঁছানোর পর তাকে জাকজমকপূর্ণভাবে অভ্যর্থনা জানানো হয়।

বিমানবন্দরে পৌঁছানোর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

নরেন্দ্র মোদি বিমানবন্দরে পৌঁছালে ১৯ বার তোপধ্বনির মাধ্যমে তাকে অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে তাকে লাল গালিচা অভ্যর্থনা দেয়া হয়।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশের গ্রহণ করা ১০ দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নিতে আসা বিশ্ব নেতাদের মধ্যে পঞ্চম হলেন ভারতের প্রধানমন্ত্রী।

বিশ্বব্যাপী কোভিড-১৯ রোগ ছড়িয়ে পড়ার পর এটি হচ্ছে নরেন্দ্র মোদির প্রথম বিদেশ সফর।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024