Bangladesh

রথযাত্রার দিন সরকারি ছুটি ঘোষণার দাবি ইসকনের ইসকন
সংগৃহিত রথযাত্রা

রথযাত্রার দিন সরকারি ছুটি ঘোষণার দাবি ইসকনের

Bangladesh Live News | @banglalivenews | 17 Jun 2023, 10:17 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৭ জুন ২০২৩: সনাতন ধর্মাবলম্বীদের উৎসব আষাঢ়ের রথযাত্রার দিন সরকারি ছুটি ঘোষণাসহ ১০ দফা দাবি জানিয়েছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)। শনিবার সকালে চট্টগ্রাম মহানগরীর ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন চট্টগ্রামের বিভিন্ন রথযাত্রা উদযাপন কমিটির নেতারা।

দাবিগুলো হলো:-

রথযাত্রার দিন সরকারি ছুটি ঘোষণা,

সাম্প্রদায়িক হামলা বন্ধে কঠোর আইন এবং দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার,

দেবোত্তর সম্পত্তি রক্ষা,

প্রতিটি উপজেলায় সরকারি অনুদানে কেন্দ্রীয়ভাবে দৃষ্টিনন্দন মন্দির নির্মাণ,

ঐতিহ্যবাহী তীর্থস্থানগুলো সংরক্ষণ এবং সেখানকার সম্পত্তি রক্ষা,

সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন মঠ-মন্দির পুনর্র্নিমাণ ও সংস্কারে সরকারের উদ্যোগ,

শ্রীশ্রী পুণ্ডরীক ধাম নিয়ে ষড়যন্ত্র বন্ধ এবং ধামের সম্পত্তি রক্ষা,

আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া,

সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য ডিজিটাল ফর্মে জাতিগত সংখ্যালঘুদের নিয়ে করা ষড়যন্ত্র বন্ধ ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া,

হিন্দু পারিবারিক আইন নিয়ে কোনো হটকারী সিদ্ধান্ত না নেওয়া এবং হিন্দু নেতা ও সাধু-সন্ন্যাসীদের সঙ্গে আলোচনা করে যেকোনো সিদ্ধান্ত নেওয়া।

চলতি বছরের রথযাত্রায় এক লক্ষ মানুষ সমাগম হবে বলে জানান আয়োজকরা।

অ্যাডভোকেট সুজন কান্তি দে এর সঞ্চালনায় সভায় রথযাত্রা সফল করতে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, স্থপতি প্রণব মিত্র চৌধুরী, ডা. মনোজ চৌধুরী, কেন্দ্রীয় রথযাত্রা উৎসব উদযাপন কমিটির সভাপতি রঞ্জন প্রসাদ দাশগুপ্ত, সাধারণ সম্পাদক শ্যাম দাশ ধর, অর্থ সম্পাদক বিধান ধর, সাংগঠনিক সম্পাদক বাঁশীরাম দে, কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা বিজয়লক্ষ্মী চৌধুরী, রিক্তা দত্ত, প্রদীপ দাশ, হরিশংকর ধর, সোনারাম ধর, হিরণ্ময় ধর, সাগর বিশ্বাস, স্বপন ধর, চন্দ্রনাথ পাল, জহরলাল দত্ত, সুধাংশু রঞ্জন দাশ, তপন ধর (টি. কে), আশুতোষ দেব, বরুণ হাজারী, রূপণ ধর, চন্দন পাল, শিবু প্রসাদ ধর, সজল চৌধুরী, প্রণব সাহা, রূপণ কুমার দে, সজল ধর, লক্ষ্মীপদ দাশ, বিষ্ণুপদ দাশ, আশীষ মিত্র, রনি সাহা, উত্তম দাশ, সুজিত হাজারী, এস প্রকাশ পাল, ডা. বিবরণ দাশ, প্রবীর দাশ প্রমুখ।

আগামী ২০ জুন মঙ্গলবার বিকেল ৩টায় প্রবর্তক মোড় থেকে রথযাত্রা শুরু হবে এবং শেষ হবে হাজারি গলির মুখে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, রথযাত্রার শুভ উদ্বোধক হিসেবে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশেষ অতিথি হিসেবে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024