Bangladesh

বিএনপির সঙ্গ ত্যাগ করে ৩০০ আসনেই প্রার্থী দেবে জামায়াত জামায়াত
ফাইল ছবি বিএনপি ও জামায়াতের দলীয় পতাকা

বিএনপির সঙ্গ ত্যাগ করে ৩০০ আসনেই প্রার্থী দেবে জামায়াত

Bangladesh Live News | @banglalivenews | 29 Aug 2022, 07:05 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৯ আগস্ট ২০২২: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩শ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। নিবন্ধন বাতিল হওয়া দলটি এক্ষেত্রে কৌশল হিসেবে স্বতন্ত্র প্রার্থী দেবে। আর নির্বাচনের দিন-ক্ষণ ঘোষণার আগেই ২০ দলীয় জোট ত্যাগ করবে দলটি। এজন্য দলের পক্ষ থেকে নীতিগত সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানা যায়।

জামায়াতের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সামনের নির্বাচনে তাদের ২০ দলীয় জোটে না থাকার বিষয়টি মোটামুটি চূড়ান্ত। তবে কৌশলগত কারণে এখনই জোট ভাঙার ঘোষণা দিচ্ছে না। জামায়াত নেতারা মনে করেন, বিএনপির পক্ষ থেকে যে অবমূল্যায়ন হচ্ছে, তা আরও গাঢ় হলে বিভাজনটা স্পষ্ট করা সহজ হবে।

স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে গাঁটছড়া বেঁধেছিল জামায়াত-বিএনপি জোট। আলাদা হলেও আওয়ামী লীগ আর বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন দুই জোটের যুগপৎ আন্দোলনেই পতন ঘটে এরশাদের। সংখ্যায় কম অথচ জামায়াতের ভোটে ভর করেই ১৯৯১ সালে সরকার গঠন করে বিএনপি। ফিরে আসে সংসদীয় গণতান্ত্রিক শাসনব্যবস্থা। ২০০১ সালে আনুষ্ঠানিকভাবে চারদলীয় জোট করে ফের ক্ষমতায় আসে বিএনপি-জামায়াত।

রাজনীতির এই মেরুকরণের তিন দশক পার হয়েছে। রাজনীতির পালাও বদলেছে অনেক। এই পালাবদলে সবচেয়ে বেকায়দায় আছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সরাসরি বিরোধিতাকারী সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রতিষ্ঠার পর এমন কোণঠাসায় আর পড়তে দেখা যায়নি দলটিকে। বিএনপির ঘাড়ে ভর করে মন্ত্রী বনে গেলেও জামায়াতের যুদ্ধাপরাধী শীর্ষ নেতাদের শেষ রক্ষা হয়নি।

দল হিসেবেও এখন অপরাধী জামায়াত। ভেঙে দেওয়া হয়েছে জামায়াতের সাংগঠনিক কাঠামো। নিবন্ধন বাতিল হয়েছে বেশ কয়েক বছর হলো। দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরও সবচেয়ে বিপর্যস্ত সময় পার করছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিতাড়িত শিবির এখন রাজনীতি করছে গোপনে।

এমন বিপর্যস্ত সময়ে জোট ছেড়ে একলা চলা নীতির সিদ্ধান্ত কেন গুরুত্ব পাচ্ছে- এ বিষয়ে আলোচনা হয় জামায়াতের ঢাকা মহানগরীর একাধিক নেতার সঙ্গে।

ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বশীল এক নেতা বলেন, ‘রাজনৈতিক কৌশল হিসেবে জোট করা। আবার রাজনৈতিক কৌশল হিসেবেই জোট ভাঙতে পারে। জামায়াত যে উদ্দেশ্যে জোট করেছিল, তা থেকে জোটের অন্য শরিক দলগুলো বহু দূরে সরে গেছে। আর একক সংগঠন হিসেবে জামায়াত এখন ব্যাপক জনপ্রিয় দল। আমরা এই সুযোগ হাতছাড়া করতে চাই না। ৩০০ আসনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।’

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024